For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: আরসিবি বনাম সানরাইজার্স, ৬ মাস পর ২২ গজে ফিরছেন বিরাট, কোহলির দলে নজরে যে ক্রিকেটাররা

আইপিএল ২০২০:আরসিবি বনাম সানরাইজার্স,৬ মাস পর ২২ গজে ফিরছেন বিরাট, কোহলির দলে নজরে যে ৪ ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

জমে গিয়েছে আইপিএল ২০২০। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল ২০২০-তে অভিযান শুরু চেন্নাইয়ের। ধোনি-রোহিত ডুয়েলের পর লিগের প্রথম সুপার সানডেতে শ্রেয়স বনাম লোকেশ রাহুল মুখোমুখি হয়েছিল। এবার লিগের তৃতীয় দিনে মাঠে নামছেন বিরাট কোহলি।

সোমবার ১৩তম আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। এবছর একেবারে নতুন ভাবে নিজেদের সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। জার্সি থেকে লেগোতে যেমন বদল এসেছে তেমনি একাধিক নতুন ক্রিকেটার নিয়ে দলের চেহারাটাই পাল্টে ফেলেছে ব্যাঙ্গালোর।

৬ মাসেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরছেন বিরাট

৬ মাসেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরছেন বিরাট

শেষবার চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। তারপর করোনা ধাক্কায় ছয় মাসেরও বেশি সময় পর ক্রিকেটে মাঠে ফিরতে চলেছেন বিরাট।

নতুন ওপেনার

নতুন ওপেনার

এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স দলে নতুন ওপেনার। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে বিরাটের দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে।

উইকেট কিপিংয়ের দায়িত্বে এবিডি

উইকেট কিপিংয়ের দায়িত্বে এবিডি

সেই সঙ্গে এবছর উইকেট কিপিংয়ে সম্ভবত এবিডি। অনুশীলনে ডিভিলিয়ার্সকে দস্তানা হাতে কিপিং করতে দেখা গিয়েছে। সেক্ষেত্রে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে পারবে আরসিবি।

স্পিনবিভাগে চমক জাম্পা

স্পিনবিভাগে চমক জাম্পা

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে বল হাত ছন্দে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। আমিরশাহীর উইকেটে স্পিনাররা দারুণ কার্যকর হতে চলেছেন। ফলে জাম্পাকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওডাই ম্যাচে ১০টি উইকেট ও টি-২০ সিরিজে ৩ উইকেট নিয়েছেন জাম্পা।

English summary
Ipl 2020: RCB vs SRH Preview, players to watch out in royal challengers bangalore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X