For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান ম্যাচে আজ প্রথম ভারতীয় হিসেবে কোন মাইলস্টোনের সামনে বিরাট

আইপিএল ২০২০: আরসিবি বনাম রাজস্থান ম্যাচে আজ প্রথম ভারতীয় হিসেবে কোন মাইলস্টোনের সামনে বিরাট

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ অভিযানে আজ আবুধাবিতে আরসিবির প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচে ভারতীয় হিসেবে মাইলস্টোনের সামনে বিরাট কোহলি। করোনা পরবর্তী সময় বাইশ গজে প্রত্যাবর্তনের পর আইপিএলে ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও আজ বড় হাঁকালে এলিট ক্লাবে ঢুকে পড়বেন কোহলি।

রানের ছন্দে নেই বিরাট

রানের ছন্দে নেই বিরাট

চলতি আইপিএল ১৩তে ব্যাট হাতে একেবারেই রানের ছন্দে নেই বিরাট। আরসিবির জার্সিতে ৩ ম্যাচে ১৪, ১ ও ৩ রান হাঁকিয়েছেন। যার পর বিরাটের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। সব মিলিয়ে ৩ ম্যাচে বিরাটের সংগ্রহ ১৮ রান।

আজ কোন মাইলস্টোনের সামনে বিরাট

আজ কোন মাইলস্টোনের সামনে বিরাট

তবে আজ বড় রান হাঁকাতে পারলে ব্যক্তিগত মাইলস্টোন প্রবেশ করবেন ভিকে। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮২ রান করলে প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।

টি-২০ ক্রিকেটে বিরাটের মোট রান কত?

টি-২০ ক্রিকেটে বিরাটের মোট রান কত?

টি-২০ ক্রিকেটে বিরাট ২৮৪ ম্যাচে ২৬৯টি ইনিংসে খেলে ৪০.৭২ গড়ে ৮৯১৮ রান হাঁকিয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ ১১৩ রান। টি-২০ ক্রিকেটে বিরাটের নামের পাশে ৫টি সেঞ্চুরিও ৬৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

আইপিএলে বিরাটের কত রান

আইপিএলে বিরাটের কত রান

আইপিএলে বিরাটের ব্যাটে ১৮০ ম্যাচে ৫৪৩০ রান রয়েছে। আইপিএলে কোহলির ব্যাটে ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে দেশের জার্সিতে বিরাট ৮২ ম্যাচে ২৭৯৪ রান হাঁকিয়েছেন। যেখানে কোহলির ব্যাটে সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ৯৪। দেশের হয়ে টি-২০ ক্রিকেটে বিরাটের ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

টি-২০তে বিরাটের মাইলস্টোন

টি-২০তে বিরাটের মাইলস্টোন

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০ ফর্ম্যাটে সবথেকে বেশি রান করার রেকর্ড বিরাটের দখলেই রয়েছে। এই নিরিখে বিরাটের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। টি-২০ ক্রিকেটে হিটম্যানের সর্ব মিলিয়ে সংগ্রহ ৮৮১২ রান।

English summary
IPL 2020, RCB vs RR: Virat Kohli can become the first Indian to score 9000 runs T20 cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X