আইপিএল ২০২০ : আরসিবি বনাম মুম্বই, মুখোমুখি লড়াইয়ে দুই দলের সেরা পারফর্মার কারা
আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচ। হাই-ভোল্টেজ এই মোকাবিলা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক আরসিবি ও মুম্বইয়ের মুখোমুখি লড়াইয়ে দুই দলের সেরা পারফর্মার কারা।

আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক রান
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের। বিরাট কোহলিদের বিরুদ্ধে তিনি ২০ ইনিংসে ৪৭৩ রান করেছেন।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক রান
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মাদের বিরুদ্ধে ২৫টি ম্যাচে ৬২৫ রান করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দুই দলের মধ্যে সেরা বিরাটই।

আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক উইকেট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন হরভজন সিং। ২২টি উইকেট নিয়েছেন টার্বুনেটর।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সর্বাধিক উইকেট
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বিনয় কুমার। রোহিত শর্মাদের বিরুদ্ধে আইপিএলে ১২টি উইকেট রয়েছে তাঁর।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান
আইপিএলে আরসিবি-র বিরুদ্ধে এক ম্যাচে সবচেয়ে বেশি রান করা মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারের নাম রোহিত শর্মা। বিরাট কোহলিদের বিরুদ্ধে ৯৪ তাঁর সর্বোচ্চ স্কোর। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবি-র জার্সিতে এক ম্যাচে সবচেয়ে বেশি রান রয়েছে এবি ডিভিলিয়ার্সের। রোহিত শর্মাদের বিরুদ্ধে অপরাজিত ১৩৩ করেছিলেন মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি।

এক ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন স্যামুয়েল বদ্রী। অন্যদিকে দিলহারা ফার্নান্দো মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে এক ম্যাচে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন।
আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাব বধ রাজস্থানের, তেওয়াটিয়াকে কেন ধন্যবাদ জানালেন যুবরাজ