For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শারজায় মুখোমুখি আরসিবি-পাঞ্জাব, আইপিএল ২০২০ এই মাঠে সর্বোচ্চ-সর্বনিম্ন রান কত, পরিসংখ্যান

শারজায় মুখোমুখি আরসিবি-পাঞ্জাব, আইপিএল ২০২০ এই মাঠে সর্বোচ্চ-সর্বনিম্ন রান কত, পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ করতে পারবে কি কিংস পাঞ্জাব। বৃহস্পতিবার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম আরসিবি ম্যাচ ঘিরে ক্রিকেট ফ্যানেদের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আইসিবিকে হারিয়ে পাঞ্জাব ২টি পয়েন্ট পেয়েছে। লিগে ফের বিরাটের দলকে হারিয়ে রাহুল অ্যান্ড কোম্পানি ফরে ছন্দ খুঁজে পায় কিনা,সেটাই এখন দেখার।

কোথায় ম্যাচ

কোথায় ম্যাচ

বৃহস্পতিবার পাঞ্জাব বনাম আরসিবি ম্যাচ শারজায় রয়েছে। এই মাঠেই নিজেদের শেষ ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচে বিরাটের দল ৮২ রানে জয় পেয়েছে।

শারজায় এবছর কটি ম্যাচ হয়েছে

শারজায় এবছর কটি ম্যাচ হয়েছে

মরুশহর শারজায় এখনও পর্যন্ত আইপিএল ২০২০-র ৬ টি ম্যাচ হয়েছে। চেন্নাই বনাম রাজস্থান ম্যাচ দিয়ে এবছর শারজায় মহারণ শুরু হয়েছিল। এরপর আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে শেষ ডুয়েল হয়েছে।

শারজার মাঠে ইনিংসে সবচেয়ে বেশি রান কত

শারজার মাঠে ইনিংসে সবচেয়ে বেশি রান কত

শারজার মাঠেতেই এবছর আইপিএলে ইনিংসে সবচেয়ে বেশি ২২৮ রান উঠেছে। কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে শ্রেয়স আইয়ারের দিল্লি নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রান তুলেছিল।এই মাঠে ২২৪ রান তাড়া করে রাজস্থান ২২৬ হাঁকিয়ে জয় পেয়েছে।

শারজার মাঠে এবছর সবচেয়ে কম রান কত

শারজার মাঠে এবছর সবচেয়ে কম রান কত

শারজায় এবছর সবচেয়ে কম রান কলকাতা নাইট রাইডার্সের। আরসিবির বিরুদ্ধে কেকেআর ম্যাচে দীনেশের দল নির্ধারিত ২০ ওভারে ১১২ রান করেছিল। এটাই এই মাঠে এবছর সবচেয়ে কম রান।

শারজার মাঠে ২০০ রান কটি ইনিংসে এসেছে

শারজার মাঠে ২০০ রান কটি ইনিংসে এসেছে

এখনও পর্যন্ত ৬টি ম্যাচে ১২ ইনিংসের মধ্য়ে প্রথম ৭টি ইনিংসে দুশো রান হয়েছে। শেষ ৫ টি ইনিংসে দুশোর কম রান হয়েছে। বৃহস্পতিবার আরসিবির বনাম পাঞ্জাব ম্যাচের আগে দুই দলকেই এইসব পরিসংখ্যান মাথায় রাখতে হবে।

ক্রমেই মন্থর হচ্ছে শারজার উইকেট

ক্রমেই মন্থর হচ্ছে শারজার উইকেট

আইপিএল ২০২০-র শুরুতে শারজায় প্রতি ইনিংসে ২০০ বা তার বেশি রান উঠেছে। ক্রমে এই মাঠের উইকেটের চরিত্র পাল্টানোর কারণে এখন কম রান উঠছে। শেষ ম্যাচ আরসিবি ১৯৪ রান হাঁকিয়েছিল।

বিরাট বনাম রাহুল দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে আরসিবি-পাঞ্জাব কে এগিয়ে কে পিছিয়েবিরাট বনাম রাহুল দ্বৈরথ, মুখোমুখি লড়াইয়ে আরসিবি-পাঞ্জাব কে এগিয়ে কে পিছিয়ে

English summary
IPl 2020: RCB vs Kings Xi punjab in sharjah, highest and lowest run in this ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X