For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট বনাম ওয়ার্নার যুদ্ধে কেন নজর কেকেআরের, কীভাবে পয়েন্ট টেবিল পাল্টে দিতে পারে সানরাইজার্স

বিরাট বনাম ওয়ার্নার যুদ্ধে কেন নজর কেকেআরের, কীভাবে পয়েন্ট টেবিল পাল্টে দিতে পারে সানরাইজার্স

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ অভিযানে শনিবার ডবল হেডার ম্যাচ। দুবাইয়ে দিনের প্রথম লড়াইয়ে মাঠে নামছে মুম্বই-দিল্লি। বৃহস্পতিবার কেকেআর চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ার পর আইপিএল ১৩তে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বই। শনিবার তাঁদের লড়াই এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। অন্যদিকে সন্ধ্যেতে শারজা মহারণে মুখোমুখি আরিসিবি- সানরাইজার্স। বৃহস্পতিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হারার পর শনিবার কেন, বিরাট বনাম ওয়ার্নার লড়াইয়ের দিকে কলকাতার নজর থাকবে জেনে নেওয়া যাক।

নজরে প্লে-অফের সমীকরণ

নজরে প্লে-অফের সমীকরণ

শনিবারে দুই ম্যাচেই ফোকাসে প্লে-অফের সমীকরণ। দিল্লি মুম্বইকে হারাতে পারলে ১৩ ম্যাচ শেষে ১৬ পয়েন্টে পৌঁছে প্লে অফ নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে আরসিবি সানরাইজার্সকে হারাতে পারলে তারাও প্লে-অফ পাকা করবে।

বিরাটের দলের শেষ দুই ম্যাচের খারাপ ফল

বিরাটের দলের শেষ দুই ম্যাচের খারাপ ফল

প্রসঙ্গত আইপিএল ২০২০-র বিসনেস এন্ডে এসে শেষ দুই ম্যাচ হেরে বসেছে আরসিবি। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হার বিরাট অ্যান্ড কোম্পানি।

প্লে-অফে লড়াইয়ে রয়েছে সানরাইজার্স

প্লে-অফে লড়াইয়ে রয়েছে সানরাইজার্স

অন্যদিকে শেষ ম্যাচে দিল্লিকে ৮৮ রানে দুরমুশ করে প্লে অফের লড়াইয়ে রয়েছে ওয়ার্নার অ্যান্ড কোম্পানি। এই মুহূর্তে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ওয়ার্নারের দল ৬ নম্বরে রয়েছে। তাঁদের নেট রান রেট এখন +০.৩৯৬।

কেন বিরাট বনাম ওয়ার্নার ম্যাচে নজর কলকাতার

কেন বিরাট বনাম ওয়ার্নার ম্যাচে নজর কলকাতার

শনিবার আরসিবিকে হারালে ১৩ ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছবে সানরাইজার্স। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলে কেকেআরকে পাঁচ থেকে ছয় নম্বরে ঠেলে দিয়ে ওয়ার্নারের দল ৫ নম্বরে উঠে আসবে। কেকেআরের নেট রান রেট -০.৪৬৭।

১২ পয়েন্টে পৌঁছতে পারে চার দল

১২ পয়েন্টে পৌঁছতে পারে চার দল

এমনকী আজ কিংস ইলেভেন পাঞ্জাব রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হেরে বসলে, লোকেশ রাহুলের দল ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টে থাকবে। উল্লেখ্য ম্যাচের আগে এখন পাঞ্জাবের নেট রান রেট নেগেটিভ রয়েছে। ফলে আগামীকাল সানারাইজার্স আরসিবিকে হারিয়ে দিতে পারলে, পাঞ্জাব, সানরাইজার্স ও কেকেআর ও রাজস্থান চার দল ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে নেট রান রেটে যে এগিয়ে থাকবে সেই দলই ১৩ ম্যাচ শেষে চার নম্বর স্থান পাবে।

ম্যাককুলাম ফ্যাক্টরই কি কেকেআরের কাল! কী বলছে আইপিএলের পরিসংখ্যানম্যাককুলাম ফ্যাক্টরই কি কেকেআরের কাল! কী বলছে আইপিএলের পরিসংখ্যান

English summary
Ipl 2020: RCB to Face SRH tomorrow, why kkr will look into this match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X