For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: রাজস্থান বনাম পাঞ্জাব ম্যাচে আজ কী কী মাইলস্টোনের হাতছানি

আইপিএল ২০২০: রাজস্থান বনাম পাঞ্জাব ম্যাচে আজ কী কী মাইলস্টোনের হাতছানি

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-র দ্বিতীয় রবিবারে আজ ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। দুই দলই নিজেদের শেষ ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে। অন্যদিকে দুই দলই তাঁদের শেষ ম্যাচে দুশো প্লাস রান হাঁকায়। ফলে আজ মারকাটারি লড়াই দেখার অপেক্ষায় আইপিএল ফ্যানেরা। একনজরে আজ কী কী মাইলস্টোন হতে পারে জেনে নিন।

মাইলস্টোনের সামনে সঞ্জু স্যামসন

মাইলস্টোনের সামনে সঞ্জু স্যামসন

ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে এবছর আইপিএল ২০২০ শুরু করেছেন সঞ্জু স্যামসন। চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৭৪ রান হাঁকান স্যামসন। চেন্নাইয়ের বিরুদ্ধে এমন বিধ্বংসী ইনিংসে ৯ টি ছক্কা হাঁকিয়েছেন। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ২টি ছক্কা হাঁকাতে পারলে আইপিএলে একশো ছক্কা হাঁকানোর এলিট ক্লাবে ঢুকে পড়বেন সঞ্জু ।

মাইলস্টোনের সামনে ম্যাক্সওয়েল

মাইলস্টোনের সামনে ম্যাক্সওয়েল

এদিন ৯টি ছক্কা হাঁকালে আইপিএলে ১০০ ছক্কা মালিক হবেন কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল।

উইকেটকিপার হিসেবে আইপিএলে রেকর্ডের সামনে সঞ্জু স্যামসন

উইকেটকিপার হিসেবে আইপিএলে রেকর্ডের সামনে সঞ্জু স্যামসন

একটি নয়, এদিন দুটি মাইলস্টোনের সামনে সঞ্জু স্যামসন। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০০ রান পূর্ণ করার জন্য স্যামসনের আজ পাঞ্জাবের বিরুদ্ধে ৬২ রান দরকার।

মাইলস্টোনের সামনে জোস বাটলার

মাইলস্টোনের সামনে জোস বাটলার

এদিন রাজস্থানের জার্সিতে মরসুমের প্রথম ম্যাচ খেলতে পারেন জোস বাটলার। আইপিএলে ১৫০০ রান পূর্ণ করার জন্য জোস বাটলারের ১১৪ রান প্রয়োজন। মারকুটে ব্যাটসম্যান এদিন মাইলস্টোন ছুঁতে পারেন কিনা, সেটাই এখন দেখার। অন্যদিকে এদিন ৯৭ রান করতে পারলে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে বাটলার ৬০০০ রান সম্পূর্ণ করবেন।

মাইলস্টোনের সামনে লোকেশ রাহুল

মাইলস্টোনের সামনে লোকেশ রাহুল

আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে ১৩২ রানে নট আউট থেকে দলকে ২০৬ রানে পৌঁছে দিয়েছিলেন। এদিন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১৫০০ রান পূর্ণ করে ফেলতে পারেন রাহুল। রাজস্থানের বিরুদ্ধে এদিন ৯৫ রান করলে রাহুল এই মাইলস্টোন গড়বেন।

মাইলস্টোনের সমানে করুণ নায়ার

মাইলস্টোনের সমানে করুণ নায়ার

কিংস ইলেভেন পাঞ্জাবের আরও এক ক্রিকেটার এদিন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আইপিএলে ১৫০০ রানের গণ্ডি ছোঁয়ার জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের মিডল অর্ডারের ব্যাটসম্যান করুণ নায়ারের প্রয়োজন ২০ রান।

আইপিএল ২০২০: কেকেআরের প্যাট কামিন্সের দুরন্ত প্রত্যাবর্তনে কী লিখলেন যুবরাজআইপিএল ২০২০: কেকেআরের প্যাট কামিন্সের দুরন্ত প্রত্যাবর্তনে কী লিখলেন যুবরাজ

English summary
Ipl 2020: Rajasthan vs Punjab, Lokesh rahul to Sanju samson,milestone can happen in todays match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X