আইপিএল ২০২০: মায়াঙ্কের দুর্ধর্ষ সেঞ্চুরিতে রাজস্থানকে ২২৪ রানের টার্গেট দিল কিংস ইলেভেন পাঞ্জাব
শারজায় বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থানের বোলিং নিয়ে ছিনিমিনি খেলল কিংস ইলেভেন পাঞ্জাব। মায়াঙ্কের ১০৬ ও রাহুলের ৬৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তুলল কিংস ইলেভেন। প্রীতির দলের ইনিংসে এদিন ১১টি ছক্কা এসেছে। ম্যাচ জিততে রাজস্থানকে ২২৪ রানের টার্গেট ছুঁড়ে দিল কিংস ইলেভেন।

কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান মহাসংগ্রামে এদিন ৫০ বলে ১০৬ রান হাঁকালেন মায়াঙ্ক। ব্যাটে পাঞ্জাবের দুই ডানহাতি এদিন বিধ্বংসী ব্যাটিং করেছেন। দুই কর্ণাটকি ব্যাটস্যানের ব্যাটে এদিন ১৮৩ রান এসেছে। এই পার্টনারশিপে ভর করেই দল ২২৩ রানের পাহাড় তোলে। আইপিএল কেরিয়ারে এটাই মায়াঙ্কের প্রথম শতরান।
আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে রাহুলের সেঞ্চুরির পর এদিন পাঞ্জাবের আরেক ওপেনার সেঞ্চুরি হাঁকালেন। ওপেনারদের এমন ব্যাটিং টানা দুই ম্যাচে দুশো প্লাস স্কোর তুলে প্রতিপক্ষকে চাপে ফেলে দিল কিংস ইলেভেন। ম্যাচে এদিন ১০টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন মায়াঙ্ক। রাহুল ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৬৯ রান হাঁকান।
শেষদিকে নেমে ৮ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৮ বলে ২৫ রান হাঁকিয়ে নিকোলাস পুরান পাঞ্জাবকে ২২৩ রানে পৌঁছ দেন।
উল্লেখ্য চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ২০২০-র প্রথম ম্যাচে ২১৬ রান হাঁকিয়ে ১৬ রানে ম্যাচ জিতেছিল রাজস্থান। এদিন ২২৪ রান তাড়া করে স্মিথ-বাটলার রাজস্থানকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।