আইপিএল ২০২০ : ছন্দে পৃথ্বী, সিএসকে-র বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান তরুণ তুর্কির, টুর্নামেন্টে পঞ্চম
আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ফিরে এলেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ওপেনার পৃথ্বী শ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশতরান করলেন এই তরুণ তুর্কি। আইপিএলে পঞ্চমবার ৫০ ও তার বেশি রানের মালিক হলেন মুম্বইয়ের ব্যাটসম্যান। সিএসকে-র বিরুদ্ধে অভিজ্ঞ শিখর ধাওয়ানের সঙ্গে ৯৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দিল্লি ক্যাপিটালসকে দুর্দান্ত ভিতের ওপর দাঁড় করান পৃথ্বী।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে নজর কাড়তে শুরু করেন পৃথ্বী শ। ফাস্ট বোলার দীপক চাহারের প্রথম ওভারে পরপর দুটি চার মেরে খাতা খোলেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান। তারপর হাত খুলে চালাতে থাকেন পৃথ্বী। স্পিনার ও পেসারদের বিরুদ্ধে ব্যাট চালিয়ে ৩৫ বলে তিনি অর্ধশতরান পূর্ণ করেন। শিখর ধাওয়ানের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ হয় পৃথ্বীর। ২৭ বলে ৩৫ রান করে সিএসকে স্পিনার পীয়ূষ চাওলার বলে আউট হন গব্বর। তিনটি চার ও একটি ছক্কা হাঁকান দিল্লির বাঁ-হাতি ওপেনার।
অন্যদিকে ৪৩ বলে ৬৪ রান করে স্ট্যাম্প আউট হন পৃথ্বী শ। সিএসকে স্পিনার পীয়ূষ চাওলার বলে আউট হন তরুণ ব্যাটসম্যান। ৯টি চার ও একটি ছক্কা হাঁকান পৃথ্বী। সবমিলিয়ে আইপিএলে ২৭টি ম্যাচ খেলে ৬৬৭ রান করেছেন মুম্বইকর। পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে পৃথ্বী শ-এর সর্বোচ্চ স্কোর ৯৯।