For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানকে হারিয়ে বাদশার জন্মদিনে কেকেআরের বাদশাহী উপহার, দেখে নিন কোন পথে প্লে অফ নিশ্চিত কলকাতার

রাজস্থানকে হারিয়ে বাদশার জন্মদিনে কেকেআরের বাদশাহী উপহার, দেখে নিন কোন পথে প্লে অফ নিশ্চিত কলকাতার

  • |
Google Oneindia Bengali News

জমে গেল আইপিএল ২০২০-র প্লে অফের লড়াই। সুপার সান ডের ম্যাচে দুবাইয়ে রাজস্থানকে হারিয়ে আট থেকে চারে উঠে এসেছে কলকাতা। মর্গ্যানের দুপাটে ৬৮ রানের পর বল হাতে জ্বলে উঠেছেন কামিন্স। ৩৪ রান খরচে কামিন্স ৪টি উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে ধস নামান। ফলে নির্ধারিত ২০ ওভারে স্টিভ স্মিথের দল ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে পারে। ৬০ রান ম্যাচে জয় কেকেআরের। এভাবেই বাদশা শাহরুখ খানের ৫৫ তম জন্মদিনের আগের রাতে দলকে প্লে অফে আরও কাছে পৌঁছে দিয়ে নাইটব্রিগড, বাদশাকে বাদশাহী উপহার দিলেন। এরপর কোন পথে প্লে অফ নিশ্চিত কলকাতার জেনে নেওয়া যাক।

দিল্লি বনাম আরসিবি ম্যাচের গুরুত্ব বাড়ল

দিল্লি বনাম আরসিবি ম্যাচের গুরুত্ব বাড়ল

রবিবার ম্যাচ জেতায় প্লে অফে হাতছানির সামনে কলকাতা। কিন্তু এরপরও অনেকগুলি সমীকরণ রয়েছে। বিশেষ করে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই ও তিন নম্বরে থাকা আরসিবি ও দিল্লির আজকের ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেল।

পরাজয়ের মার্জিনের উপর আইপিএল থেকে ছিটকে যেতে পারে

পরাজয়ের মার্জিনের উপর আইপিএল থেকে ছিটকে যেতে পারে

এদিন আবুধাবিতে দিল্লি ও আরসিবির বিরুদ্ধে যে দল হারবে তারা ১৪ পয়েন্টে আইপিএল ২০২০ অভিযান শেষ করবে। সেক্ষেত্রে নেট রান রেট খারাপ হলে, দিল্লি ও আরসিবির বিরুদ্ধে কোনও একটি দল পয়েন্ট টেবিলে আজ নীচে নামবে। অন্যদিকে মঙ্গলবার সানরাইজার্স মুম্বইকে হারিয়ে দিতে পারলে তারা ১৪ পয়েন্টে পৌঁছে প্লে অফে ঢুকে পড়বে।

হর্ষ ভোগলে কী বললেন

হর্ষ ভোগলে কী বললেন

ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে রবিবারের ম্যাচ শেষে প্লে অফের সমীকরণ সম্পর্কে টুইট করেছেন। ভোগলে লিখেছেন '#আরসিবি বনাম ডিসি ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠল। হারের ব্যবধান ২০ রান বা তার বেশি হলে পরাজিত দলের পরিবর্তে কেকেআর প্লে-অফে চলে যেতে পারে।'

কীভাবে প্লে অফে কেকেআর

কীভাবে প্লে অফে কেকেআর

আপাতত ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে দিল্লি ও ব্যাঙ্গালোর। নেট রান রেটের বিচারে দ্বিতীয় স্থানে বিরাট কোহলিরা (-০.১৪৫)। তারপরেই রয়েছে শ্রেয়স আইয়াররা (-০.১৫৯)। সেক্ষেত্রে সোমবার দু'দলের লড়াইয়ে হারের ব্যবধান বেশি হলে পরাজিত দলের নেট রানরেট কেকেআরের নীচে নেমে আসবে। কেকেআর তখন তিনে ও সোমবারের ম্যাচের পরাজিত দল চারে নামবে।

সানরাইজার্সের সমীকরণ

সানরাইজার্সের সমীকরণ

হর্ষ আরও লেখেন, 'সেক্ষেত্রে মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের দৌড় থাকছে। সোমবারের ম্যাচের পরাজিত দলকে তাকিয়ে থাকতে হবে সানরাইজার্স হায়দরাবাদের দিকে। ডেভিড ওয়ার্নাররা জিতে গেলে তাঁদের পয়েন্ট হবে ১৪। কিন্তু নেট রানরেট (+০.৫৫৫) ভালো থাকার সুবাদে সানরাইজার্স প্লে-অফের ছাড়পত্র পাবে। দিল্লি এবং ব্যাঙ্গালোর ম্যাচের মধ্যে ২০ রানের বেশি ব্যবধানে হেরে বসা দল বিদায় নেবে। কিন্তু শেষ ম্যাচ ওয়ার্নাররা মুম্বইয়ের সামনে হেরে গেলে ওয়ার্নারের দল ১২ পয়েন্টে অভিযান শেষ করবে। তখন মুম্বই, আরসিবি, কলকাতা ও দিল্লি প্লে অফ খেলবে।

English summary
Ipl 2020 playoff: Kolkata Knight Riders beat Rajasthan Royals, How kkr will go playoff
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X