আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে পাঞ্জাবের দুর্দান্ত জয়ের পর পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে
শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয়ের পর গত ম্যাচের বদলার পাশাপাশি নিজেদের টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর অন্যতম দাবিদার বানিয়ে ফেলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে এই হারের পর আইপিএল ২০২০-এর নকআউটে পৌঁছতে আরও অন্তত একটা ম্যাচের জন্য অপেক্ষা করতেই হবে শ্রেয়স আইয়ারদের। ইতিমধ্যে করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩২ দিন কেটে যাওয়া টুর্নামেন্টের পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পয়েন্ট তালিকার প্রথম চারে কারা
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পুঁজি শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ানদের। ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটের বিচারে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর।

পয়েন্ট তালিকার শেষ চারে কারা
দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১০ ম্যাচে ৮ পয়েন্ট পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে রান রেটে পিছিয়ে থাকা রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

রানের লড়াইয়ে এগিয়ে কোন ব্যাটসম্যান
আইপিএলে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন কেএল রাহুল। ব্যাট হাতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে ওঠা কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক টুর্নামেন্ট এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫২৫ রান করেছেন। পরপর দুই ম্যাচে শতরান করা দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান ৪৬৫ রানের পুঁজি নিয়ে আচমকাই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

উইকেটের লড়াইয়ে এগিয়ে কোন বোলার
১০ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়ে আইপিএল ২০২০-তে কমলা টুপির লড়াইয়ে এগিয়ে রয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব তথা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।