For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থের চোটে নড়ে গেল দিল্লি, তড়িঘড়ি কেন টিম নিয়ে বৈঠকে শ্রেয়স-পন্টিং

পন্থের চোটে নড়ে গেল দিল্লি, তড়িঘড়ি কেন টিম নিয়ে বৈঠকে শ্রেয়স-পন্টিং

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-র মাঝপথে দিল্লি শিবিরে বড় ধাক্কা। আজ রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগে চোটচিন্তায় জেরবার শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। একজন দুজন নয়, তিন ক্রিকেটার চোটের কবলে পড়ায়, দিল্লি দলের সঠিক কম্বিনেশনও ধাক্কা খেতে চলেছে।

চোটের কবলে পন্থ

চোটের কবলে পন্থ

রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচেই পন্থকে বাইরে রাখায় শ্রেয়সকে প্রশ্ন করতে, ঋষভের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে জানিয়েছিলেন। সেই চোট আপাতত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পন্থকে আইপিএল থেকে ছিটকে দিয়েছে বলে দল সূত্রে খবর। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে পন্থের পরিবর্তে অ্যালেক্স ক্যারি কিপিং করেছিলেন। ফলে আজও ক্যারির উপরই দিল্লিকে ভরসা রাখতে হবে।

দলের কম্বিনেশনে ধাক্কা

দলের কম্বিনেশনে ধাক্কা

পন্থ দেশীয় উইকেটকিপার ব্যাটসম্যান ছিলেন। তাঁর পরিবর্তে এখন অজি কিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারিকে নিয়মিত খেলাতে হলে হাতে পরে ৩ বিদেশি। যার মধ্য কাসিগো রাবাদা- আনরিখ নর্কিয়া ও মার্কাস স্টোইনিসের মতো তারকা ক্রিকেটার যারা প্রতি ম্যাচে দলকে সাফল্যে দিচ্ছেন এই ৩ বিদেশি খেলবেনই। চতুর্থ বিদেশি হিসেবে সিমরন হেটমায়ের ছিলেন। দলের হয়ে দ্রুত রান হাঁকানোর ক্ষমতা রাখেন হেটমায়ার। তুলানায় ক্যারি, হেটমায়ের মতো বিস্ফোরক ব্যাটসম্যান নন। এই মুহূর্তে পন্থ চোট পাওয়ায় ক্যারি নিয়মিত খেললে দলের ব্যাটিং কিছুটা হলেও ভারসাম্য হারাল।

৩ দেশী ক্রিকেটারের চোট

৩ দেশী ক্রিকেটারের চোট

শুধু পন্থ নয়, দিল্লির আরও দুই ক্রিকেটার চোট পেয়ে আইপিএল থেকে পাকাপাকিভাবে ছিটকে গিয়েছেন। অমিত মিশ্র কেকেআরে বিরুদ্ধে ম্যাচে নিজের বোলিংয়ে নীতিশ রানার ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়ে আইপিএলে থেকে বাইরে ছিটকে গিয়েছেন। এরপর প্রস্তুতিতে বাঁ-পাঁজরে চোট পেয়ে আইপিএলের বাইরে ইশান্ত শর্মা। ৩ দেশীয় ক্রিকেটারকে হারিয়ে চোট চিন্তায় দিল্লি শিবির।

শেষ ম্যাচে হার

শেষ ম্যাচে হার

চোট চিন্তায় জেরবার পরিস্থিতির মাঝেই মুম্বইয়ের বিরুদ্ধে হার দিল্লির পা কাঁপিয়ে দিয়েছে। আইপিএলের মতো টুর্নামেন্টে পুরোটাই মোমেন্টামের খেলা। আজ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ, যারা শেষ লড়াইয়ে তেওয়াটিয়া ও রিয়ান পরাগ ম্যাজিকে শেষ ম্যাচ জিতেছে। অন্যদিকে বেন স্টোকস যুক্ত হওয়ায় রাজস্থানের শক্তিও অনেকটা বেড়েছে। এই অবস্থায় আজ চোটে জর্জড়িত দল নিয়েই রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে ছন্দে ফিরতে মরিয়া দিল্লি। এই মুহূর্তে ৭ ম্যাচে ৫টি জিতে দিল্লি ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।

৩৯ শে পা দিলেন গৌতম গম্ভীর, আইপিএলের মরসুমে কেকেআরের প্রাক্তন অধিনায়কের সাফল্য একনজরে৩৯ শে পা দিলেন গৌতম গম্ভীর, আইপিএলের মরসুমে কেকেআরের প্রাক্তন অধিনায়কের সাফল্য একনজরে

English summary
Ipl 2020: Pant, Ishant, Mishra injured, How it has affected Delhi Capitals team balance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X