আইপিএল ২০২০: ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব, দ্বিতীয় ম্যাচেও দলে নেই ক্রিস গেইল,যা বললেন অধিনায়ক
আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে নেই ক্রিস গেইল। ইউনিভার্স বসকে দলের বাইরে রেখে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামল কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে এদিন কিংস ইলেভেন পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন বিরাট কোহলি।

প্রথম দিন গেইলকে বাইরে রেখে দিল্লি ক্যাপিটালেসর বিরুদ্ধে পাঞ্জাবকে ভুগতে হয়েছে। জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে হেরে বসেছে কিংস। লিগে কিংসের দ্বিতীয় দিনে তাই রাহুল গেইলকে টপ অর্ডারে ফেরাবেন বলে মনে করা হয়েছিল। যদিও এমনটা হয়নি।
গেইলকে দলে না নিয়ে একজন অলরাউন্ডারের পরিবর্তে একজন অলরাউন্ডার নিলেন রাহুল। ক্রিস জর্জন গত ম্যাচ হতশ্রী বোলিং করেন, যেকারণে তাঁকে বসিয়ে এদিন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিলেন রাহুল।
কেন নেই গেইল, সেই প্রশ্নে রাহুল হাসি মুখে বলেন গেইলের মতো পাওয়ার হাউসকে ঠিক সময়েই ব্যবহার করা হবে। গেইলকে আমরা ঠিক সময়ই ব্যবহার করব।
এরপরই প্রশ্ন উঠছে গেইলের কী ম্যাচে ফিরতে এখনও দেরি রয়েছে। তারকা ক্রিকেটারের কোনও চোট আঘাত রয়েছে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে।
গেইল চলতি বছরের জানুয়ারিতে শেষবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন। তারপর থেকে ক্রিকেটের মধ্যে নেই। করোনা পরবর্তী সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকেও গেইল নাম তুলে নিয়েছিলেন। আইপিএল খেলতে এসে অবশ্য তিনি ফুরফুরে মেজাজে রয়েছেন। এখন গেইলকে ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে পাঞ্জাব ম্যাচ জিততে পারে কিনা, সেটাই দেখার।
আইপিএল ২০২০-এর আবহে জোন্সের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল