For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: পয়েন্ট টেবিলে ৮ নম্বরে ধোনির চেন্নাই, সিএসকে ট্রোলিংয়ে খোঁচা ফ্যানেদের

আইপিএল ২০২০: পয়েন্ট টেবিলে ৮ নম্বরে ধোনির চেন্নাই, সিএসকে ট্রোলিংয়ে খোঁচা ফ্যানেদের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে সময়টাই একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। টানা দুই ম্যাচ হেরে ধোনির দল এখন পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে এসেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে রাজস্থান ও দিল্লির কাছে হেরে বসেছে দল। যারপর চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে যাওয়া নিয়ে শুরু ট্রোলিং।

একনজরে পয়েন্ট টেবিল

একনজরে পয়েন্ট টেবিল

৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারের কারণে সিএসকের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। নেট রান রেট -০.৮৪০। ২ ম্যাচে ১টি জয় ও ১টি হারের পর চেন্নাইয়ের উপরে ৭ নম্বরে কেকেআর।

ফ্যানেদের ট্রোলিং

ফ্যানেদের ট্রোলিং

চেন্নাইয়ের এভাবে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ট্রোলিং শুরু। কেউ নেটফ্লিক্সের জনপ্রিয় বিদেশি ওয়েব সিরিজ নারকোসের মূখ্য চরিত্র এসকোবারের হতাশ মুখে দোলনার উপর বসে থাকার সঙ্গে চেন্নাই কাপ্তান ধোনির হতাশ মুখের মিল খুঁজে ছবি পোস্ট করেছেন। কেউ আবার জনপ্রিয় সব কমিক চরিত্রের মুখে চেন্নাইকে নিয়ে মজার সংলাপ জুড়ে দিয়ে সিএসকের পরিস্থিতি নিয়ে ট্রোল করেছেন।

চেন্নাইয়ের পরের ম্যাচ কবে

চেন্নাইয়ের পরের ম্যাচ কবে

এক সপ্তাহের বিরতি কাটিয়ে শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএলে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে একদিকে দিল্লির কাছে হেরেছে চেন্নাই। অন্যদিক দুই ম্যাচে হারের পর এই দিল্লিকে হারিয়েই আইপিএল ২০২০তে প্রথম জয় ছিনিয়ে নিয়ে এবার সিএসকের বিরুদ্ধে ম্যাচ খেলবে সানরাইজার্স।

চোট সারিয়ে ফিরছেন দুই ক্রিকেটার

চোট সারিয়ে ফিরছেন দুই ক্রিকেটার

উল্লেখ্য চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ মাত্র ৫ রান। রায়ডুর সঙ্গে দলে ফিরতে চলেছেন ডোয়েন ব্র্যাভো। হাঁটুতে চোট থাকায় আইপিএল ২০২০তে এসে থেকে ব্র্যাভো এখনও সিএসকের জার্সিতে ম্যাচ খেলতে পারেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাভো। তবে ফাইনালে তাঁকে বোলিং বা ব্যাটিং করতে হয়নি।

English summary
IPl 2020: MS Dhoni's team drops to 8th on IPl 13 points table, Fans troll Chennai Super Kings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X