For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঢিমেতালে দৌড়ে রান আউট থেকে এক হাতের অনবদ্য ক্যাচ! ২০০-তম ম্যাচে কখনও ব্যর্থ কখনও সফল ধোনি

ঢিমেতালে দৌড়ে রান আউট থেকে এক হাতের অনবদ্য ক্যাচ! ২০০-তম ম্যাচে কখনও ব্যর্থ কখনও সফল ধোনি

  • |
Google Oneindia Bengali News

ঢিমেতালে দৌড়ে রান আউট থেকে অনবদ্য ক্যাচ! আইপিএলে ২০০তম ম্যাচে কখনও ব্যর্থ,কখনও আবার সফল মহেন্দ্র সিং ধোনি। রাজস্থানের বিরুদ্ধে এদিন আইপিএল কেরিয়ারের ২০০ তম ম্যাচ খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ধোনির। ব্যাট হাতে বড় রান হাঁকানোর মঞ্চ তৈরি থাকলেও এদিন ২৮ বল খেলে মাত্র ২৮ রান করে আউট ধোনি।

ঢিমেতালে দৌড়ে রান আউট থেকে এক হাতের অনবদ্য ক্যাচ! ২০০-তম ম্যাচে কখনও ব্যর্থ কখনও সফল ধোনি

ধোনির আউট হওয়ার মুহূর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তীব্র সমালোচনা চলছে। মিস ফিল্ডিংয়ে দ্বিতীয় রান চুরি করতে গিয়ে এদিন ধোনি রান আউট হয়ে ফেরেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ধারাভাষ্যকার থাকলে নিশ্চয়ই বলতেন,কখনও মিস ফিল্ডিংয়ে রান নিতে নেই। এদিন সেই ভুলটাই করে বসেন ধোনি। প্রথম রান নেওয়ার সময় ঢিমেতালে দৌড়চ্ছিলেন। এরপর রাজস্থানের জোফরা আর্চার বল ফস্কাতেই ধোনি দু'রানের জন্য দৌড়ান।

ঢিমেতালে দৌড়ে রান আউট থেকে এক হাতের অনবদ্য ক্যাচ! ২০০-তম ম্যাচে কখনও ব্যর্থ কখনও সফল ধোনি

এতেই কয়েক সেন্টিমিটারের জন্য রান আউট হয়ে ধোনিকে সাজঘরে ফিরতে হয়। জোফরার থ্রোয়ে রাজস্থানের উইকেটকিপার সঞ্জু স্যামসান ধোনির স্টাম্প ভেঙে দেন। দলের হয়ে এদিন দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন ধোনি। যদিও ম্যাচে এক মুহূর্তের জন্যেও হাত খুলতে পারলেন না। মন্থর ব্যাটিংয়ের কারণে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে চেন্নাইয়ের সংগ্রহ ১২৫ রান। ধোনি ছাড়া এদিন চেন্নাই সুপার কিংসের হয়ে রবীন্দ্র জাদেজা এদিন ৩০ বলে ৩৫ রান হাঁকান।

English summary
IPl 2020: MS Dhoni's one-handed wonder catch in 200 Indian Premier League match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X