For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ৩০০ ছক্কার মাইলস্টোনের দিন ফের ব্যাটে ব্যর্থ ধোনি, পঞ্চম হার চেন্নাইয়ের

আইপিএল ২০২০: ৩০০ ছক্কার মাইলস্টোনের দিন ফের ব্যাটে ব্যর্থ ধোনি, ৫ হার চেন্নাইয়ের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে পঞ্চম হার চেন্নাই সুপার কিংসের। এদিন দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে ১৭০ রানের টার্গেট তাড়া করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩২ রানে থামল সিএসকে। কোহলির দল ম্যাচ জিতল ৩৭ রানে। এটাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে আরসিবির সবচেয়ে বড় জয়।

ব্যাটে এদিন ফের ব্যার্থ ধোনি। ম্যাচে এদিন ১টি ছক্কা হাঁকিয়ে টি-২০ ক্রিকেটে ৩০০ তম ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছুঁলেন। কিন্তু দলকে জয় এনে দিতে পারলেন না। ছক্কার মাইলস্টোন গড়ার দিনে ধোনি মাত্র ১০ রান হাঁকিয়ে সাজঘরে ফেরেন। ম্যাচে ধোনির দল ব্যাটে একেবারেই দাগ কাটতে পারেনি। চেন্নাইয়ের হয়ে আম্বাতি রায়ডু এদিন ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন। আইপিএল ১৩ তে এই নিয়ে ৭ ম্যাচে ২টি জয় ও ৫ টি চার চেন্নাইয়ের।

আইপিএল ২০২০তে পঞ্চম হার চেন্নাই সুপার কিংসের

ব্যাটে-বলে এদিন আরসিবি দুর্দান্ত খেলল। ব্যাটে ৯০ রানে অপরাজিত থেকে দলকে ১৬৯রানে পৌঁছে দিয়েছিলেন বিরাট। ৪টি চার ও ৪টি ছক্কা ইনিংস সাজান। এই রানের পুঁজি নিয়ে লড়াইয়ে আরসিবির বোলিংকে এদিন অনেক বেশি শক্তিশালী লাগল।

আইপিএল ২০২০তে প্রথম ম্যাচ খেলতে নেমে দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিস আরসিবির জার্সিতে ৩টি উইকেট পেলেন। ৪ ওভারে মরিসের খরচ মাত্র ১৯ রান। শেষ কয়েকটি ম্যাচের মতো এদিনও পাওয়ার প্লে-তে ওয়াশিংটন সুন্দরের কৃপণ বোলিং আরসিরি জন্যে দারুণ মঞ্চে তৈরি করে দেন।

আইপিএল ২০২০: ৩০০ ছক্কার মাইলস্টোনের দিন ফের ব্যাটে ব্যর্থ ধোনি, পঞ্চম হার চেন্নাইয়ের

৩ ওভারে ১৬ রান খরচে সুন্দর, ডুপ্লেসিস ও ওয়াটসনকে তুলে নেন। চাহাল এদিন ধোনিকে ফিরিয়ে ম্যাচ আরসিবির কোলে ঠেলে দেন। আইপিএলে এছর ৬ ম্যাচের ৪টিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে কিং কোহলির আরসিবি। ম্যাচে ৯০ রান হাঁকিয়ে ম্যাচের সেরা বিরাট কোহলি।

গ্যালারিতে ঘরনী অনুষ্কার লেডি লাকে এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ একটা জয় ছিনিয়ে নিয়ে আইপিএল ২০২০-র অভিযানে এগিয়ে গেলেন কোহলি।

English summary
Ipl 2020: MS Dhoni again fail in batting, RCB beat CSK by 37 runs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X