For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ধোনির মুকুটে নতুন পালক, দস্তানার লড়াইয়ে দীনেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাহি

আইপিএল ২০২০: ধোনির মুকুটে নতুন পালক, দস্তানার লড়াইয়ে দীনেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাহি

  • |
Google Oneindia Bengali News

উইকেটকিপার হিসাবে আজ আইপিএলের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে আইপিএলে সবচেয়ে বেশি ১৯৪ তম ম্যাচ খেলার নজির গড়েছিলেন। এরপর রবিবার আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ধোনির ঝুলিতে আরও একটি মাইলস্টোন।

আইপিএলে ধোনির ১০০ ক্যাচ

আইপিএলে ধোনির ১০০ ক্যাচ

দুবাইয়ে এদিন শার্দুল ঠাকুরের বলে ১৮ তম ওভারে লোকেশ রাহুলের ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই আইপিএলের ইতিহাসে জায়গা করে নিলেন ধোনি। উইকেটকিপার হিসেবে আইপিএলে এটি ধোনির ১০০তম ক্যাচ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ধোনি এই নজির গড়লেন।

উইকেটকিপার হিসেবে আইপিএলে ক্যাচ নেওয়ায় শীর্ষে কে?

উইকেটকিপার হিসেবে আইপিএলে ক্যাচ নেওয়ায় শীর্ষে কে?

প্রসঙ্গত আইপিএলে উইকেটকিপার হিসেবে একশো ক্যাচের তালিকায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক শীর্ষস্থানে রয়েছেন। আইপিএলে দীনেশের নামের পাশে ১০৩টি ক্যাচ রয়েছে। স্টাম্প করেছেন ৩০টি।

আইপিএলে দস্তানা হাতে ধোনির পারফর্ম্যান্স

আইপিএলে দস্তানা হাতে ধোনির পারফর্ম্যান্স

ধোনি এদিন আইপিএলে ১০০টি ক্যাচ নেওয়া সম্পূর্ণ করলেন। স্টাম্প করেছেন ৩৯টি। সুতরাং সবথেকে বেশি ক্যাচ ধরার নিরিখেও কার্তিকের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন মাহি।

সার্বিকভাবে উইকেটের পিছনে শিকারের ক্ষেত্রে শীর্ষে কে?

সার্বিকভাবে উইকেটের পিছনে শিকারের ক্ষেত্রে শীর্ষে কে?

যদিও আইপিএলে সার্বিকভাবে উইকেটের পিছনে শিকারের নিরিখে সবার আগে রয়েছেন ধোনিই। মাহি এখন পর্যন্ত ১৩৯টি আউট করেছেন। যেখানেই তালিকায় দ্বিতীয় স্থানে দীনেশ কার্তিক ১৩৩টি শিকার করেছেন।

English summary
Ipl 2020:MS Dhoni adds another feather, Gets 100 catches as a wicketkeeper
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X