For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০:কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবেচেয়ে বেশি রান হাঁকিয়েছেন কারা,সৌরভ কত নম্বরে?

আইপিএল ২০২০: কেকেআর হয়ে সবেচেয়ে বেশি রান হাঁকিয়েছেন যার, সৌরভ গঙ্গোপাধ্যায় কত নম্বরে?

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে আইপিএল। ২৯ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু। প্রথম ম্যাচে চেন্নাই-মুম্বই দ্বৈরথ। এরপর ৩০ মার্চ দিল্লি-কিংস ইলেভেন ম্যাচ। ৩১ মার্চ এবছরের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কেকেআর। অ্যাওয়ে ম্যাচে চিন্নাস্বামীতে নাইটদের প্রতিপক্ষ আরসিবি। লিগ শুরুর আগে একনজরের কেকেআরের হয়ে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় সেরা ১২ ক্রিকেটার কারা, দেখে নেওয়া যাক। এই তালিকায় বর্তমান বিসিসিআই প্রসিডেন্ট তথা প্রাক্তন নাইট কাপ্তান সৌরভ গঙ্গোপাধ্যায় কত নম্বরে রয়েছেন, দেখে নিন

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

ভারতকে দুবার বিশ্বকাপ দেওয়া গৌতম গম্ভীর ২০১১ সালে নাইট শিবিরে যোগ দেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন গম্ভীর। ২০১২ ও ২০১৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন গম্ভীর। কলকাতার ফ্র্যাঞ্চাইজির হয়ে ১২২ ম্যাচ খেলে গম্ভীর ৩৩৪৫ রান হাঁকিয়েছেন। নাইটদের হয়ে গম্ভীরের সর্বোচ্চ সংগ্রহ ৯৩ রান। কলকাতার হয়ে গম্ভীর ৩০টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

রবিন উথাপ্পা

রবিন উথাপ্পা

২০১৪ থেকে ২০১৯, পাঁচ মরসুমে ৯১ ম্যাচ খেলেছেন নাইটদের একসময়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রবিন উথাপ্পা। সংগ্রহ ২৬৪৯ রান। সর্বোচ্চ সংগ্রহ ৮৭ রান। কেকেআরের হয়ে ১৭টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন উথাপ্পা।

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

নাইটদের হয়ে পাঠান ১২২টি ম্যাচ খেলেছেন। সংগ্রহ ২০৬১ রান। সর্বোচ্চ সংগ্রহ ৭২ রান। কেকেআরের হয়ে ৭টি হাফসেঞ্চুরি করেছেন ইউসুফ।

জ্যাক কালিস

জ্যাক কালিস

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেকেআরের হয়ে ৭০ ম্যাচ খেলে জ্যাক কালিস ১৬০৩ রান হাঁকিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ৮০*। নাইট জার্সিতে জ্যাক কালিসের ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে।

মনীশ পান্ডে

মনীশ পান্ডে

কেকেআরের হয়ে মনীশ পাণ্ডে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত খেলেছেন। এই সময়কালে ৬০ ম্যাচে মনীশের সংগ্রহ ১৪৪২ রান। সর্বোচ্চ ৯৪। কেকেআরের হয়ে মনীশের ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

২০১৪ কেকেআরে যোগ দেওয়ার পর রাসেল এখন নাইট শিবিরের অন্যতম বড় সম্পদ। ৬৩ ম্যাচ খেলে রাসেলের ঝুলিতে ১৪০৭ রান। সর্বোচ্চ ৮৮*, নাইট জার্সিতে রাসেল ৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ক্রিস লিন

ক্রিস লিন

২০১৯ সালে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর। ২০১৪ সালে লিন নাইটশিবিরে যোগ দিয়েছিল। ৪০ ম্যাচে লিন ১২৭৪ রান হাঁকিয়েছেন। সর্বোচ্চ ৯৩*। দলের হয়ে লিন ৯টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি

৬৪ ম্যাচ খেলে মনোজ নাইটদের হয়ে ১১৩৬ রান হাঁকিয়েছেন।সর্বোচ্চ সংগ্রহ ৭৫*। দলের হয়ে মনোজ ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

নাইটদের প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কেকেআরের হয়ে সৌরভ ৪০ ম্যাচ খেলেছিলেন। সংগ্রহ ১০৩১ রান। সর্বোচ্চ ৯১ রান হাঁকিয়েছিলেন সৌরভ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সৌরভের ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।

ব্রেন্ডন ম্যাকুলাম

ব্রেন্ডন ম্যাকুলাম

নাইটদের প্রথম সেঞ্চুরিয়ান ব্রেন্ডন ম্যাকুলাম। কেকেআরে হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন ম্যাকুলাম। ১৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাকুলাম। নাইটদের হয়ে এটাই ম্যাকুলামের সর্বোচ্চ স্কোর। কেকেআরে হয়ে ৩৯ ম্যাচ খেলে বেন্ডন ম্যাকুলাম ৯৫৮ রান হাঁকিয়েছেন। নামের পাশে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

সুনীল নারিন

সুনীল নারিন

আগে শুধুই বোলার ছিলেন। পরে গম্ভীরের পরামর্শে দলের হয়ে ওপেনিংয়ে এসে চমক দিয়েছিলেন নারিন। কেকেআরের হয়ে ১১৯ ম্যাচ খেলে ৭৭২ রান হাঁকিয়েছেন নারিন। নামের পাশে ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

গম্ভীর পরবর্তী যুগে নাইটদের নেতৃত্বের দায়িত্বে এখন দীনশ কার্তিক। অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের এটি তৃতীয় মরসুম হতে চলেছে। ৩০ ম্যাচ খেলে কার্তিকের ঝুলিতে ৭৫১ রান। সর্বোচ্চ সংগ্রহ ৯৭*। ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কার্তিক।

English summary
Ipl 2020: Most runs for kolkata night riders in ipl history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X