For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: দেখে নিন টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন যে ৫ ক্রিকেটার

আইপিএল ২০২০: দেখে নিন টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন যে ৫ ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে আইপিএল। ২৯ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু। মুম্বই-চেন্নাই ম্যাচ দিয়ে এবছরের আইপিএল টুর্নামেন্ট শুরু হচ্ছে। তার আগে একনজরে আইপিএলের ইতিহাসে সবেচেয়ে বেশি রান কারা করেছেন দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০০৮ সাল থেকে ২০১৯, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন বিরাট কোহলি। ব্যাটসম্যান থেকে বিরাট অনেকদিন আরসিবি'র অধিনায়ক হয়েছেন। ক্লাবের হয়ে ১৭৭ টি ম্যাচ খেলে ৫৪১২ রান হাঁকিয়েছেন বিরাট। সর্বোচ্চ সংগ্রহ ১১৩ রান। আইপিএল কেরিয়ারে ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। অধিনায়ক হিসেবে অবশ্য বিরাটের বড় সাফল্য নেই। অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত বিরাট আইপিএল ট্রফি জিততে পারেননি।

সুরেশ রায়না

সুরেশ রায়না

২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন সুরেশ রায়না। শুরুটা চেন্নাই সুপার কিংসে। মাঝে চেন্নাই সুপার কিংস দুবছর আইপিএল থেকে নির্বাসিত হওয়ার কারণে গুজরাত লায়ন্সে খেলেছেন। ১৯৩ ম্যাচ খেলে রায়না ১টি সেঞ্চুরি ও ৩৮টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ১০০* রান। আইপিএলে রায়নার সংগ্রহ ৫৩৬৮ রান। ধোনির অনুপস্থিতিতে রায়নাই দলের নেতৃত্ব সামলান।

রোহিত শর্মা

রোহিত শর্মা

আইপিএল কেরিয়ারে রোহিত শর্মা ১৮৮ ম্যাচে ৪৮৯৮ রান হাঁকিয়েছেন। সর্বোচ্চ সংগ্রহ ১০৯ রান। ১টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সকে চারবার আইপিএল ট্রফি দিয়েছেন হিটম্যান।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

আইপিএলের ইতিহাস দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ওয়ার্নার। দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। ১২৬ ম্যাচ খেলে সংগ্রহ ৪৭০৬ রান। ৪টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। সানরাইজার্সকে ২০১৬ সালে আইপিএল ট্রফি দিয়েছেন ওয়ার্নার। আসন্ন মরসুমে ফের তাঁকে নেতৃত্ব ফিরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ধাওয়ান। ১৫৯ ম্যাচ খেলে সংগ্রহ ৪৫৭৯ রান। সর্বোচ্চ ৯৭*। কোনও সেঞ্চুরি না থাকলেও ধাওয়ানের ঝুলিতে ৩৭টি হাফ সেঞ্চুরি রয়েছে।

English summary
Ipl 2020: Most runs by batsman in ipl tournament history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X