For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরের প্লে অফ নির্ণায়ক ম্যাচ, মুম্বই বনাম সানরাইজার্সের হেড টু হেড পরিসংখ্যান জানুন

কেকেআরের প্লে অফ নির্ণায়ক ম্যাচ, মুম্বই বনাম সানরাইজার্সের হেড টু হেড পরিসংখ্যান জানুন

  • |
Google Oneindia Bengali News

শারজায় আইপিএল ১০২০-র আজ লিগ পর্বের শেষ ম্যাচ। শারজায় মুখোমুখি মুম্বই- সানরাইজার্স। এই ম্যাচই শেষ পর্যন্ত প্লে অফের চতুর্থ দল নির্ধারণ করতে চলেছে। মুম্বই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে চার নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করবে কেকেআর। আর মুম্বইকে হারিয়ে সানরাইজার্স ম্যাচ জিততে তারা প্লে অফের যোগ্যতা অর্জন করবে। এই পরিস্থিতিতে মুম্বই-সানরাইজার্সের হেড টু হেড পরিসংখ্যান জেনে নেওয়া যাক।

আইপিএলে দুই দলের মুখেমুখি লড়াইয়ের পরিসংখ্যান

আইপিএলে দুই দলের মুখেমুখি লড়াইয়ের পরিসংখ্যান

আইপিএল টুর্নামেন্টের ইতিহাসে দুই দল এখনও পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে। যার মুম্বই ৮ বার ও সানরাইজার্স ৭ বার ম্যাচ জিতেছে। ফলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতীত রেকর্ড রয়েছে।

শেষ পাঁচ ম্যাচে কে এগিয়ে

শেষ পাঁচ ম্যাচে কে এগিয়ে

শেষ পাঁচ বারের মুখোমুখি লড়াইয়ে মুম্বই তিন বার ও সানরাইজার্স ২ বার ম্যাচ জিতেছে। ২০১৯ সালে লিগ পর্বে মুম্বই দুবারই জয় ছিনিয়ে নিতে পেরেছিল। ফের ২০২০ সালে মুম্বই সানরাইজার্সের বিরুদ্ধে ২ বারই জয় পায় কিনা, সেটাই এখন দেখার।

শেষ ম্যাচের ফল

শেষ ম্যাচের ফল

২০২০ আইপিএলে শারজায় মুম্বই ও সানরাইজার্স মুখোমুখি হয়। যেখানে স্কোরবোর্ডে ২০৮ রান তুলেছিল মুম্বই। বল হাতে এরপর সানরাইজার্সকে ১৭৪ রানে বেঁধে রেখে রোহিত শর্মারা ৩৪ রানে ম্যাচ জেতে।

আইপিএল ২০২০তে দুই দলের শেষ তিন ম্যাচে পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে দুই দলের শেষ তিন ম্যাচে পারফর্ম্যান্স

আইপিএল ২০২০তে শেষ তিন ম্যাচে দুটি জয় ১টি হার মুম্বইয়ের। অন্যদিকে মুম্বইয়ের মতো সানরাইজার্সও তাঁদের শেষ ৩ ম্যাচের মধ্য়ে পরপর দুটি জিতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে।

ক্রিকেট থেকে সন্ন্যাস শেন ওয়াটসনের, কেকেআরের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচক্রিকেট থেকে সন্ন্যাস শেন ওয়াটসনের, কেকেআরের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ

English summary
Ipl 2020: MI vs SRH will decide Play offs, 2 teams head to head result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X