For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: রানে ফিরলেন ডি'কক, শারজায় সানরাইজার্সকে কত রানের টার্গেট মুম্বইয়ের

আইপিএল ২০২০: রানে ফিরলেন ডি'কক, শারজায় সানরাইজার্সকে কত রানের টার্গেট মুম্বইয়ের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে শারজার মাঠে খেলা মানেই রানের পাহাড়! এদিন সানরাইজার্সের বিরুদ্ধে মহারণে শারজায় প্রথমে ব্যাট করে রানের পাহাড় খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ২০২০: রানে ফিরলেন ডিকক, শারজায় সানরাইজার্সকে কত রানের টার্গেট মুম্বইয়ের

মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বড় রান না পেলেও দুশো রান তুলতে অসুবিধে হল না মুম্বইয়ের। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ২০৮ রান তুলেছে। ম্যাচ জিততে ওয়ার্নারদের টার্গেট এখন ২০৯ রান।

এদিন মুম্বইয়ের হয়ে রানের ছন্দে ফিরলেন কুন্টন ডি'কক। আইপিএল ২০২০তে এবছর মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি ওপেনার রানের ছন্দে ছিলেন না। রোহিতের ব্যর্থতা ঢেকে টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা মুম্বইকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন। ৫ বলে ৬ রান করে রোহিত শর্মা আউট হলে ডি'কক বিধ্বংসী খেলে ৩৯ বলে ৬৭ রান হাঁকিয়েছেন। ৪টি চার হাঁকানোর পাশাপাশি বাঁ-হাতি ওপেনার ৪টি ছক্কাও হাকিঁয়েছেন।

মিডল অর্ডারে আরেক বাঁ-হাতি ঈশান কিশান রান পেয়েছেন। এদিন ২৩ বলে করলেন ৩১ রান। পোলার্ড ১৩ বলে ২৫ ও হার্দিক ১৯ বলে ২৮ রান হাঁকান।

মারাকাটারি ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস ক্রুণাল পান্ডিয়ায়। ৪ বলে ক্রুণাল ২টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ২০ রান করেন। শারজার এই পিচে বড় রানের হদিশ ছিলই। এবার মুম্বইয়ের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে ওয়ার্নার-বেয়ারস্টোরা ম্যাচ জিততে পারে কিনা, সেটাই দেখার।

English summary
Ipl 2020: MI vs SRH, Mumbai end at 208/5 after 20 overs, Srh need 209 to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X