মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তে কেকেআরের প্লে অফের আশায় নতুন চিন্তা
প্লে অফে পাখির চোখ কেকেআরের। আজ শারজায় মুম্বই বনাম সানরাইজার্সের ম্যাচের দিকে তাকিয়ে মর্গ্যানরা। এদিন মুম্বই সানরাইজার্সকে হারিয়ে দিতে পারলে তবেই আইপিএল ২০২০তে প্লে অফের টিকিট পাবে কেকেআর।

প্রথম দল হিসেবে প্লে অফে মুম্বই
আইপিএলের লিগ পর্বে আজ শেষ ম্যাচ খেলতে নামছে মুম্বই। ইতিমধ্যে রোহিত শর্মার দল ১৩ ম্যাচে ৯টি জয়ের পর ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে। আইপিএল পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তে কেকেআরকে প্লে অফের আশায় নতুন চিন্তা
সেই কারণে আজ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বই একাধিক পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম একাদশের আজ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে মুম্বই। এমনটা হলে সানরাইজার্সের বিরুদ্ধে গত বারের চ্যাম্পিয়ন দল আজ রিভার্স বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে পারে। সেক্ষেত্রে সানরাইজার্স ম্যাচে মুম্বইয়ের শক্তি কমছে, বলা যায়।

মুম্বই হারলে প্লে অফে কারা
মুম্বই হারলে প্লে অফে চলে যাবে সানরাইজার্স। ডেভিড ওয়ার্নারের দল যেহেতু নেট রান রেটে (+০.৫৫৫) এগিয়ে রয়েছে সেই কারণে মুম্বইকে হারাতে পারলেই ১৪ পয়েন্টে পৌঁছে আইপিএল ২০২০তে চার নম্বর দল হিসেবে প্লে অফে চলে যাবে সানরাইজার্স।

রোহিত কি ফিরছেন?
প্রসঙ্গত চার ম্যাচ পর আজ আইপিএল ২০২০তে মুম্বই জার্সিতে ফিরতে পারেন রোহিত। দলের সূত্রে সোমবার রোহিতের প্রস্তুতির ভিডিও পোস্ট করা হয়েছে।
আইপিএল ২০২০-র মাঝে হঠাৎ কেন হাই কোর্টের নোটিশের মুখে সৌরভ-বিরাট