For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: স্মিথ বনাম বুমরাহ ডুয়েলের শেষ হাসি কে হাসল? ছক্কায় কোন মাইলস্টোন সূর্য'র?

আইপিএল ২০২০: স্মিথ বনাম বুমরাহ ডুয়েলের শেষ হাসি কে হাসল? ছক্কায় কোন মাইলস্টোন সূর্য'র?

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান ম্যাচে মুম্বইয়ের হয়ে চলতি আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি সূর্যকুমার যাদবের। কেন তাঁকে মুম্বই দলে টপ অর্ডারের অন্যতম প্রধান শক্তি বলা হয় মরুশহরে আরও একবার প্রমাণ করলেন সূর্যকুমার। ম্যাচে এদিন ৪৭ বলে ৭৯ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠে ছাড়েন ডানহাতি। আইপিএল ২০২০তে শেষ ৫ ম্যাচে বড় রান পাননি। এদিন দলের বিপদে ত্রাতা হয়ে দাঁড়িয়ে পুসিয়ে দিলেন সূর্য।

আইপিএল ২০২০: স্মিথ বনাম বুমরাহ ডুয়েলের শেষ হাসি কে হাসল? ছক্কায় কোন মাইলস্টোন সূর্যর?

সূর্য-র মারকাটারি ইনিংসে ভর করে রাজস্থানের বিরুদ্ধে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রান তুলে ইনিংস শেষ করে। সূর্যকুমার ৪৭ বলের ৭৯ রানের ইনিংসে তিনি ১১টি চার ও ২টি ছক্কা মারেন। এদিন রাজস্থানের বিরুদ্ধে এই দু'টি ছক্কার সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেললেন সূর্যকুমার।

অন্যদিকে রোহিত শর্মা এদিন ৩৫ রান হাঁকিয়েছেন। এদিন আইপিএলে ১৯৪তম ম্যাচ খেলছেন হিটম্যান। আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা।

এই রান তাড়া করতে নেমে এদিন রাজস্থানের ওপেনিং এদিন চূড়ান্ত ব্যর্থ। আইপিএলে ২০২০-তে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ম্যাচে এদিন ২ বলে ০ রান হাঁকিয়ে অনূর্ধ্ব-১৯ ২০২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক সাজঘরে ফিরে যান।

ট্রেন্ট বোল্টের গতিতে পরাস্ত হয়ে ডি'ককের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জয়সওয়াল। বুমরাহের ওভারে এরপর ৬ রান হাঁকিয়ে ডি'ককের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন স্মিথ। বুমরাহের সুইংয়ের শিকার হন স্মিথ। পাওয়ার প্লে-র মধ্যে( ২.৫) পুল শটে সঞ্জু স্যামসন, ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে রাজস্থান।

English summary
Ipl 2020: MI vs RR, Smith Give wicket to Jasprit Bumrah, Rajasthan Royals struggle after losing three wickets in three overs,Sanju Samson falls without scoring, Rajasthan Royals have collapsed in the first three overs - 12/3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X