আইপিএল ২০২০:মুম্বই বনাম পাঞ্জাব, আজ কিংস ইলেভেন জার্সিতে ১৩ তম আইপিএলে প্রথম সুযোগ পাবেন কি গেইল?
আইপিএল ২০২০তে আবুধাবিতে আজ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্স মহারণ। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার অধিনায়ক হিসেবে মুখোমুখি রোহিত শর্মা ও লোকেশ রাহুল। দেশের জার্সিতে দুই ডানহাতি একসঙ্গে ওপেন করেছেন, আইপিএলের মঞ্চে একে অন্যের বিরুদ্ধেও খেলেছেন, কিন্তু অধিনায়ক হিসেবে কোনওদিনও আমনে সামনে হতে হয়নি। মরু শহরের শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মারকাটারি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটদুনিয়া।

এর মাঝে প্রীতি জিন্টার দলের সমর্থকদের মনে ক্রিস গেইলকে নিয়ে বড় প্রশ্ন! আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ৩ ম্যাচে খেলে ফেললেও এখনও গেইল ধামাকা দেখা যায়নি। দলের কম্বিনেশন ঠিক রাখতে গেইলকে বাদ দিয়ে আইপিএলে ২০২০তে নেমেছেন রাহুল। গেইলকে বাদ দিলেও দলের ব্যাটিংয়ে কোনও সমস্যা নেই। ১৩ তম আইপিএলে পাঞ্জাব শেষ দুই ম্যাচেই দুশো প্লাস রান হাঁকিয়েছে। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাব ২২৩ রান হাঁকায়। ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়াল ১০৬ রান করে আউট হন।
তার আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে পাঞ্জাব ২০৬ রান হাঁকায়। যে ম্যাচ ভারতীয়দের মধ্য়ে আইপিএলে, ইনিংসে সর্বাধিক রান হাঁকানোর রেকর্ড গড়ে লোকেশ রাহুল (অপরাজিত ১৩২ হাঁকিয়ে) দলকে ২০৬ রানে পৌঁছে দিয়েছিলেন।
সেই কারণেই আজও সম্ভবত পাঞ্জাব জার্সিতে দুই কর্ণাটকি ব্যাটসম্যানই ওপেন করতে চলেছেন। পাঞ্জাবের জার্সিতে দুই ডানহাতি বিধ্বংসী ব্যাটিং ফর্মে থাকার কারণেই সম্ভবত কাউকে বসাতে চাইবেন না অধিনায়ক লোকেশ রাহুল।