For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চমবার আইপিএল জয় মুম্বইয়ের, একনজরে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল কোচ কারা

পঞ্চমবার আইপিএল জয় মুম্বইয়ের, একনজরে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল কোচ কারা

  • |
Google Oneindia Bengali News

দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২০ ট্রফি জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে আইপিএলে ইতিহাসে সর্বাধিক পঞ্চমবার ট্রফি জয় মুম্বইয়ের। অধিনায়ক হিসেবে পাঁচ ও ক্রিকেটার হিসেবে ষষ্ঠবার আইপিএল খেতাব জিতলেন রোহিত শর্মা। একনজরে আইপিএলে কোন কোচ কতবার টুর্নামেন্ট জিতছেন সেই রেকর্ড দেখে নেওয়া যাক।

মাহেলা জয়বর্ধনে

মাহেলা জয়বর্ধনে

মুম্বই ইন্ডিয়ান্সের কোচ তথা শ্রীলঙ্কার তারকা প্রাক্তনী মাহেলা জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মঙ্গলবার তৃতীয়বার আইপিএল ট্রফি জিতলেন। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে মুম্বইয়ের হয়ে কোচ মাহেলা ট্রফি জিতেছেন।

স্টিফেন ফ্লেমিং

স্টিফেন ফ্লেমিং

আইপিএলে সফল কোচদের তালিকায় দ্বিতীয় স্থানে প্রাক্তন কিউয়ি ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংসের হয়ে ফ্লেমিং ২০১০, ২০১১ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছেন।

ট্রেভর বেইলিস

ট্রেভর বেইলিস

আইপিএলের ইতিহাসে তৃতীয় সফল কোচ ট্রেভর বেইলিস। ২০১২ ও ২০১৪ সালে বেইলিস শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেন।

বাকি কোচেদের পরিসংখ্যান

বাকি কোচেদের পরিসংখ্যান

কোচেদের মধ্যে এছাড়া ১ বার করে আইপিএল ট্রফি জিতেছেন শেন ওয়ার্ন (রাজস্থান রয়্যালস দলের হয়ে ২০০৮), ড্যারেন লেম্যান (ডেকান চার্জার্স ২০০৯), জন রাইট (মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩), রিকি পন্টিং (মুম্বই ইন্ডিয়ান্স ২০১৫), টম মুডি (সানরাইজার্স ২০১৬)

আইপিএল ২০২০-র সেরা পাঁচ প্রতিভা, যারা ভবিষ্যতে দেশের জার্সিতে তারকা হতে পারেনআইপিএল ২০২০-র সেরা পাঁচ প্রতিভা, যারা ভবিষ্যতে দেশের জার্সিতে তারকা হতে পারেন

English summary
Ipl 2020: MI beat DC win 5th IPl trophy, List of Coaches winning most IPL final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X