আইপিএল ২০২০ : দিল্লিকে ১৬৩ রানে লক্ষ্য হায়দরাবাদের, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রান খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছেন ডেভিড ওয়ার্নাররা। গত দুই ম্যাচ হেরে বসে থাকা হায়দরাবাদ এই ম্যাচ জিততে মরিয়া। অন্যদিকে আজ জিতলে পরপর তিন ম্যাচ অপ্রতিরোধ্য থাকবে দিল্লি ক্যাপিটালস।

আবুধাবির শেথ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা দুর্দান্ত হয় এসআরএইচের। দলের অধিনায়ক তথা ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়।
৩৩ বলে ৪৫ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। অধিনায়াক হিসেবে ৫০তম ম্যাচে অর্ধশতরান হাতছাড়া করে খুশি হননি অস্ট্রেলিয় ক্রিকেটার। অন্যদিকে ৪৮ বলে ৫৩ রান করেন জনি বেয়ারস্টো। আইপিএলে এটি তাঁর চতুর্থ অর্ধশতরান। আইপিএলের কামব্যাক ম্যাচে ২৬ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএলে অভিষেক হওয়া জম্মু ও কাশ্মীরের ১৮ বছরের আব্দুল সামাদ ৭ বলে ১২ রান করেন।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ২ উইকেট নেন অভিজ্ঞ অমিত মিশ্র। চোটগ্রস্ত রবিচন্দ্রণ অশ্বিনের বিরুদ্ধে খেলতে নেমে বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভারতীয় লেগ স্পিনার। ২ উইকেট নিয়েছে দিল্লি তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। উইকেট না পেলেও আইপিএলের প্রত্যাবর্তন ম্যাচে ভালো বোলিং করেন ইশান্ত শর্মা।