নবমীতে জমজমাট আইপিএল ২০২০ মহারণ: টস জিতে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাটিং বিরাটের
নবমীতে আইপিএল ২০২০তে জমজমাট লড়াই। মহামারীর ধাক্কায় ঝুঁকির প্যান্ডেল হপিং ছেড়ে আইপিএল ২০২০ দেখতে টিভির পর্দায় যারা চোখ রেখেছেন তাঁদের জন্য আজ সুপার সানডের ডবল ম্যাচের প্রথম লড়াইয়ে হাইভোল্টেজ ডুয়েল। দুবাইয়ে মুখোমুখি আরসিবি-চেন্নাই সুপার কিংস।

টস জিতল কে
দুবাইয়ে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ফলে ধোনির চেন্নাই সুপার কিংসকে এদিন রান তাড়া করে ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে।

পয়েন্ট টেবিলে কে কোথায়
দুবাই মহারণের মাঠে নামার আগে বিরাটের আরসিবি ১০ ম্যাচ খেলে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ তম আইপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১১টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয়ের পর চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তালিকায় ৮ নম্বরে রয়েছে।

চেন্নাইয়ে সামনে শেষ সুযোগ
১৩তম আইপিএলে শেষ চারে থাকতে হলে ধোনির চেন্নাই সুপার কিংসকে এখন লিগে নিজেদের অবশিষ্ট ৩টি ম্যাচই জিততে হবে। সেক্ষেত্রে ৩ ম্যাচে ৬ ও আগের ৬ মিলিয়ে ১২ পয়েন্ট পৌঁছলে চেন্নাইয়ের প্লে-অফের আশা জিয়ে রয়েছে। এরপরও যদিও অন্য দলগুলির পয়েন্টের উপর চেন্নাইয়ের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু আজকের ম্যাচ হারলে এদিনই আইপিএল ২০২০তে প্লে-অফ না খেলেই বিদায় নেবে চেন্নাই।

আরসিবির প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ, দেবদূত পড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, গুরকীত সিং, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, মইন আলি, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ

চেন্নাই সুপার কিংস একাদশ
স্যাম কারান, ফ্যাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা,নারায়ণ জগদীশন, দীপক চাহার, ইমরান তাহির, মনু কুমার, মিচেল স্যান্টনার।
পুজোর মাঝে জমজমাট আইপিএল, কেকেআরের পরের ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা, কখন দেখবেন
