For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: শুভমানের ৭০ নটআউট, সানরাইজার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলল কেকেআর

আইপিএল ২০২০:শুভমান গিলের দুরন্ত হাফ সেঞ্চুরি, সানরাইজার্সের বিরুদ্ধে জয় নাইট রাইডার্সের

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিলের দুরন্ত হাফ সেঞ্চুরিতে সানরাইজার্সকে হারিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে খাতা খুলল কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের হয়ে এদিন টস জিতে ব্যাটিং নেন ওয়ার্নার। আঁটোসাঁটো বোলিংয়ে এরপর সানরাইজার্সকে দীনেশ অ্যান্ড কোম্পানি ১৪২ রানে আটকে রাখে। এই রান তাড়া করতে নেমে শুভমানের হাফ সেঞ্চুরিতে ভর করে হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল কেকেআর। ২ ওভার বাকি থাকতেই জয় তুল নিল নাইট ব্রিগেড।

আইপিএল ১৩তে নাইট রাইডার্সের এটাই প্রথম জয়। মুম্বইয়ের বিরুদ্ধে ৪৯ রানে প্রথম ম্যাচ হারের পর আইপিএল ২০২০তে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন নাইট রাইডার্সের

আইপিএল ২০২০: শুভমান গিলের দুরন্ত হাফ সেঞ্চুরি, সানরাইজার্সের বিরুদ্ধে জয় নাইট রাইডার্সের

ব্যাট হাতে এদিন দুরন্ত খেললেন শুভমান গিল। ৬২ বলে ৭০ রান হাঁকিয়ে গিল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। গিলের ইনিংস ৫টি চার ও ২টি ছয় দিয়ে সাজানো।অন্যদিকে গিলকে দারুণ সংগত দিলেন মর্গ্যান। মুম্বইয়ের বিরুদ্ধে দুই ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছিলেন। এদিন মর্গ্যান ২৯ বলে ৪২ রান করেন। মর্গ্যান ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন। রান তাড়া করতে নেমে দীনেশ কার্তিক ও নারিন ০ রান করেন। নীতিশ রানা ৩ নম্বরে নেমে ১৩ বলে ২৬ রান হাঁকান।

গিল-মর্গ্যানদের ব্যাটে মরসুমের প্রথম জয় এলেও এদিন কামিন্স-বরুণ চক্রবর্তী বল হাতে জয়ের ভিত তৈরি করে দেন। ৪ ওভারে ১৯ রান খরচ করে বেয়ারস্টোকে (৫ রান) তুলে নিয়েছিলেন কামিন্স। অন্যদিকে ওয়ার্নারকে ৩৬ রান আউট করে আঁটোসাঁটো বোলিংয়ে বরুণ চক্রবর্তী সানরাইজার্সকে চাপে রাখেন। ৪ ওভারে ২৫ রান খরচ করেন তিনি। সানরাইজার্সের হয়ে তিনে নেমে মনীশ পান্ডে ৫১ রান হাঁকালেও সারনাইজার্স ১৪২ রানের বেশি তুলতে পারেনি। এই রান তাড়া করতে গিল-মর্গ্যানের ব্যাটে প্রত্যাশিত জয় তুলে নিল নাইট রাইডার্স।

English summary
Ipl 2020 match update: kkr vs Srh, Shubman Gill Smashes fifty, KKR wins by 7 wickets, 2 points against SRH
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X