For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্লে অফে উঠতে ২ পয়েন্টের খোঁজ, টস জিতে ফিল্ডিং রাজস্থানের, কাকে বসিয়ে রাসেলকে খেলাচ্ছে কেকেআর

প্লে অফে উঠতে ২ পয়েন্টের খোঁজ, টস জিতে ফিল্ডিং রাজস্থানের, কাকে বসিয়ে রাসেলকে খেলাচ্ছে কেকেআর

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে প্লে অফের লড়াইয়ে দুবাইয়ে আজ ২ পয়েন্টের খোঁজে কলকাতা নাইট রাইডার্স। এদিন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামল কেকেআর। মরণ বাঁচন ম্যাচে এদিন অবশ্য কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান গুরুত্বপূর্ণ টস হেরে বসলেন। ফলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের। শিশির ফ্যাক্টরকে মাথায় রেখেই শুরুতে বোলিং করে নিতে চাইলেন স্মিথ।

প্লে অফে উঠতে ২ পয়েন্টে খোঁজ, টস জিতে ফিল্ডিং রাজস্থানের, কাকে বসিয়ে রাসেলকে খেলাচ্ছে কেকেআর

অন্যদিকে কেকেআর দলে এদিন গুরুত্বপূর্ণ পরিবর্তন। লকি ফার্গুসনকে বসিয়ে আন্দ্রে রাসেলকে দলে ফেরালো কেকেআর। হাঁটুর চোটের পর দলে প্রত্যাবর্তন রাসেলের। ফলে রাসেল-নারিন জুটির কাঁধে ভর করে নাইট রাইডার্স ২ পয়েন্ট নিয়ে প্লে অফে লড়াইয়ে ১৪ পয়েন্টে পৌঁছতে পারে কিনা, সেটাই এখন দেখার। ১৩ ম্যাচ শেষে কেকেআরের নেট রান রেট -০.৪৬৭।

প্রসঙ্গত শেষ ম্যাচে সিএসকে পাঞ্জাবের বিরুদ্ধে ১৫৪ রান তাড়া করে জয় পায়। ফলে ১৪ ম্যাচ শেষে লোকেশ রাহুলের দল ১২ পয়েন্টে শেষ করল। ফলে শেষ ম্যাচে কেকেআর রাজস্থানকে হারাতে পারলে ১৪ পয়েন্টে পৌঁছবে। এবং সানরাইজার্স মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ হারলে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছবে।

একনজরে কেকেআর দল

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগারকটি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।

একনজরে রাজস্থান রয়্যালস দল

রবিন উথাপ্পা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), স্মিভ স্মিথ (অধিনায়ক), জোস বাটলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী, বরুণ অ্যারন।

English summary
Ipl 2020 match update KKR VS RR: Steve Smith has win the toss, and Rajasthan Royal will bowl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X