আইপিএল ২০২০: প্রথম পয়েন্টে কেকেআরের মুখে হাসি ফোটালেন গিল, ২ ম্যাচ শেষেও পয়েন্ট নেই সানরাইজার্সে
অধিনায়ক হিসেবে আইপিএলে ফিরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। আরসিবির কাছে লজ্জার হারের পর এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ হারল সানরাইজার্স। ওয়ার্নারের দলের বিরুদ্ধে ১৪৩ রান তাড়া করে নাইট রাইডার্স ২ ওভার বাকি থাকতে ম্যাচ শেষ করে। নাইটদের হয়ে সর্বোচ্চ ৭০ হাঁকিয়ে দলকে জয়ীর গণ্ডি পার করিয়ে মাঠ ছাড়েন শুভমান গিল। এই জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলে পাঁচ নম্বরে উঠে এলে কেকেআর। বুধবার ৩০ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে দল।

ম্যাচ হারের পরই টস জিতে ওয়ার্নারের ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা, সেই প্রশ্ন উঠছে। শিশির ফ্যাক্টরকে মাথায় রেখে টস জিতলে এবছর অধিনায়করা শুরুতে ফিল্ডিং সেরে নিয়ে রান তাড়া করার সিদ্ধান্তকে এগিয়ে রাখছেন। এদিন উল্টো পথে হেঁটে ওয়ার্নার টস জিতে ব্যাটিং নেন।
যার পর দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪২ রান গড়ে। ওয়ার্নার নিজে ৩৬ ও মনীশ পান্ডে ৫১ রান করলেও সানরাইজার্স এদিন স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেনি। ফলে নাইট রাইডার্সের বিরুদ্ধে স্বল্প পুঁজি নিয়ে হায়দরাবাদের পক্ষে ম্যাচ জেতাও সম্ভব হয়নি। প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে বেয়ারস্টোর ব্যাটে শুরুটা ভালে করলেও ৩২ রান শেষ ৮ উইকেট হারিয়ে জেতা ম্যাচ ১০ রানে হেরে এসেছিল হায়দরাবাদ। এরপর এদিন প্রথমে ব্যাট করে কামিন্স-বরুণ চক্রবর্তীদের আঁটোসাঁটো বোলিংয়ে কুপোকাত হয়ে ১৪২ রানের বেশি তুললে না পারায় ম্যাচ হারিয়ে বসল।
প্রসঙ্গত সানরাইজার্স হায়দরাবাদই আইপিএল ২০২০-র একমাত্র দল যারা এখনও পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি। ফলে আইপিএল ২০২০-র শুরুর প্রথম দুটি ম্যাচ হেরে ডেভিড ওয়ার্নারের দল পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে এল। ১৩ তম আইপিএলে টানা দুই ম্যাচ হারের পর টপ অর্ডারেপ ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্ব নিতে বললেন ওয়ার্নার।