আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাব বনাম রাজস্থান, টস জিতে লোকেশ রাহুলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ স্টিভ স্মিথের
আইপিএল ২০২০তে আজ শারজায় মহারণ। রাজস্থান রয়্যালসের মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব। দুই দলই এবছর শেষ ম্যাচে দুশোর বেশি রান হাঁকিয়েছে। আইপিএল ২০২০তে ২১৬ হাঁকিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছেন রাজস্থান। অন্যদিকে শেষ ম্যাচে লোকেশ রাহুলের বিধ্বংসী ১৩২ রানে ভর করে ২০৬ তুলে ম্যাচ জিতেছে কিংস ইলেভেন। ১৩ তম আইপিএলে এখনও পর্যন্ত দুশোর বেশি রান হাঁকানো দুই দলের মহারণে আজ কোন দল শেষ হাসি হাসে, সেটাই দেখার। টস জিতে লোকেশ রাহুলদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন স্টিভ স্মিথ।

রাজস্থান দলে এদিন একাধিক পরিবর্তন। ডেভিড মিলারের পরিবর্তে দলে এলেন জোস বাটলার। এদিন রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নামবেন বাটলার। অন্যদিকে যশশ্বী জয়সওয়ালের জায়গায় দলে এলেন অঙ্কিত রাজপুত।
একনজরে রাজস্থান রয়্যালস দল
জোস বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, টম কারান, অঙ্কিত রাজপুত, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকট।
এদিন কিংস ইলেভেন পাঞ্জাব দলে কোনও পরিবর্তন নেই। এদিনও পাঞ্জাবের হয়ে ক্রিস গেইলকে বাইরেই বসতে হল।
একনজরে কিংস ইলেভেন পাঞ্জাবের দল
লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, করুন নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, সরফরাজ খান, শেনডন কোটরেল, রবি বিষ্ণোই, মুরগান অশ্বিন, মহম্মদ শামি।