আইপিএল ২০২০ : ফের ব্যর্থ ধোনি, দিল্লির বিরুদ্ধে ৪৪ রানের লজ্জাজনক হার চেন্নাইয়ের
তারুণ্যের কাছে হার মানল অভিজ্ঞতা। শ্রেয়স আইয়ারের কাছে হার মানলেন এমএস ধোনি।
আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৪ রানে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আরও একবার ব্যর্থ হলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ঘিরে প্রশ্ন এখন একটাই, তবে কি সত্যিই ছন্দ হারিয়েছেন দেশের সফলতম অধিনায়ক। সেই সঙ্গে এমনও কথা উঠছে যে ম্যাচের প্রথম ওভারে দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ-কে শূন্য রানে আউট করলে হয়তো এই হার হজম করতে হত না চেন্নাইকে। ৬৪ রান করেন পৃথ্বী। ৪৪ রানে ম্যাচ হারে সিএসকে।

টসে জিতে ফিল্ডিং
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ করেন দিল্লির ব্যাটসম্যানরা। ৪৩ বলে ৬৪ রান করেন ওপেনার পৃথ্বী শ। ২৭ বলে ৩৫ রান করেন শিখর ধাওয়ান। ২৫ বলে ৩৭ রান করেন ঋষভ পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতা
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাপক ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই সুপার কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানে শেষ হয় সিএসকে-র ইনিংস। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৪৩ রান করেন ফ্যাফ ডু প্লেসিস। ২১ বলে ২৬ রান করেন কেদার যাদব।

দিল্লির দুর্দান্ত বোলিং
চেন্না্ই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি কাগিসো রাবাডা। ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আনরিচ নোর্টে। এক উইকেট নেন স্পিনার অক্ষর প্যাটেল। উইকেট না নিলেও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে সিএসকে শিবির-কে আটকে দেন অভিজ্ঞ অমিত মিশ্র।

ব্যর্থ ধোনি, ব্যর্থ দল
নিজের ডান দিকে ঝাঁপিয়ে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুর্দান্ত ক্যাচ ধরা ছাড়া এদিন বিশেষ কিছু করতে পারলেন সিএসকে-র কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি। ব্যাট হাতে ১২ বলে মাত্র ১৫ রান করা ধোনিকে নেতৃত্বের লড়াইয়েও গুনে গুনে গোল দিয়েছেন শ্রেয়স আইয়ার। এমএসের মতোই ব্যর্থতা অব্যাহত চেন্নাই সুপার কিংসের। এর শেষ কোথায়, তা জানতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।

লিগ তালিকার চিত্র
এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ও রান রেটে আইপিএল ২০২০ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।