For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম সুযোগেই পাঁচ শিকার, সাড়ে ১৫ কোটির কামিন্সকে ছাপিয়ে বাজিমাত লকি ফার্গুসনের

প্রথম সুযোগেই পাঁচ শিকার, সাড়ে ১৫ কোটির কামিন্সকে ছাপিয়ে বাজিমাত লকি ফার্গুসনের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে প্রথম সুযোগেই বাজিমাত করলেন লকি ফার্গুসন। ১৩ তম আইপিএলে দলে নামি তারকা পেসার প্যাট কামিন্স আসার পর সুযোগ আসছিল না। আইপিএলে এবছর ৮ ম্যাচ ডাগআউটে বসতে হয়েছে। শেষ পর্যন্ত সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা তৈরিতে তাঁকে বিশ্রাম দেওয়ায় বিদেশি কোটায় সুযোগ এসে পড়েছিল। সেই সুযোগেই প্রথম ম্যাচেই বাজিমাত। সানরাইজার্সের বিরুদ্ধে আগুনে বোলিংয়ে একক দক্ষতায় নাইট রাইডার্সকে ম্যাচ জেতালেন কিউয়ি পেসার।

প্রথম সুযোগেই পাঁচ শিকারে, ১৫.৫ কোটির কামিন্সকে ছাপিয়ে বাজিমাত লকি ফার্গুসনের

ম্যাচে নির্ধারিত ৪ ওভারে ৩টি ও সুপার ওভারে ৩ বলে ২টি উইকেট নিয়ে সানরাইজার্সকে ধরাশায়ী করেন লকি। সুপার ওভারে নাইট পেসারের খরচ মাত্র ২ রান। ফলে ৩ রান তাড়া করে সুপার ওভারে ম্যাচ জিতে আইপিএল ২০২০তে নতুন লাইফ লাইন পেল কেকেআর।

আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত যেকটি সুপার ওভার ওভার হয়েছে তার মধ্য়ে সবেচেয়ে কম রান খরচে যৌথভাবে কাগিসো রাবাদার সঙ্গে শীর্ষে ফার্গুসন। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে সুপার ওভারে দিল্লির হয়ে ২ রান খরচ করেছিলেন রাবাদা। এদিন কেকেআরে হয়ে ২ রান খরচে ২টি উইকেট নিয়ে নাইটদের জয়ের জন্য পথ তৈরি করে দেন ফার্গুসন।

প্রসঙ্গত আবুধাবির উইকেটে নাইটদের বোলিংয়ে এদিন একাই একশো লকি। কেকেআরের হয়ে ম্যাচে তাঁর ৫ উইকেট বাদ দিলে প্যাট কামিন্স-মাভি ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট পেয়েছেন।

উল্লেখ্য আইপিএল ২০২০তে প্রথম সুযোগেই ২৭ বলে ১৭ রান খরচ করে ৫ টি উইকেট তুলে নিয়ে ১৫.৫ কোটির কামিন্সকে ছাপিয়ে বাজিমাত লকি ফার্গুসনের। চলতি আইপিএলে এখন পর্যন্ত ৯ টি ম্যাচ খেলেছেন কামিন্স। ৯ ম্যাচ খেলে কামিন্সের সংগ্রহ মাত্র ৩টি উইকেট। সেখানেই আজ মাত্র ২৭ বল করার সুযোগ পেয়ে ৫টি উইকেট নিয়ে নাইট ফ্যানেদের মন জিতে নিলেন লকি।

English summary
Ipl 2020: Lockie Ferguson helps Kkr in Thrilling Super Over Win Over Srh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X