For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে 'শর্ট রান'-এর বদলা কি আজই নেবে পাঞ্জাব!

আইপিএল ২০২০ : দিল্লির বিরুদ্ধে 'শর্ট রান'-এর বদলা কি আজই নেবে পাঞ্জাব!

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে সুপার ওভারে ম্যাচ হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুলদের এক রান কেটে দেওয়া নিয়ে সেবার বিস্তর বিতর্ক হয়েছিল। উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই দিনের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ এবার কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে। শ্রেয়স আইয়ারদের হারিয়ে কেএল রাহুলরা মনের শান্তি ঘটাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে সোশ্যাল মিডিয়া।

ক্রিস জর্ডনের রান বাতিল

ক্রিস জর্ডনের রান বাতিল

আইপিএল ২০২০-এর দ্বিতীয় ম্যাচই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সুপার ওভারের মাধ্যমে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। তার আগে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। পাঞ্জাবের ইনিংসের ১৯তম ওভার বল করেছিলেন দিল্লির কাগিসো রাবাডা। সেই ওভারের এক বলে দৌড়ে দুই রান নিয়েছিলেন পাঞ্জাবের ব্রিটিশ অল-রাউন্ডার ক্রিস জর্ডন। তার মধ্যে এক রান অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল।

শর্ট রানের গেরোয় আটকে গিয়েছিল পাঞ্জাব

শর্ট রানের গেরোয় আটকে গিয়েছিল পাঞ্জাব

কাগিসো রাবাডার ১৯ ওভারে দৌড়ে দুই রান নিয়েছিলেন ক্রিস জর্ডন। কিন্তু অন-ফিল্ড স্কোয়ার লেগ আম্পায়ার নীতীন মেনন এক রান অবৈধ বলে ঘোষণা করেছিলেন। টিভি আম্পায়ারের সাহায্য না নিয়েই মেনন জানিয়ে দিয়েছিলেন, দৌড়ে প্রথম রান নেওয়ার সময় ক্রিজে ব্যাট প্রবেশ করাননি পাঞ্জাবের অল-রাউন্ডার জর্ডন। তাই সেটিকে 'শর্ট রান' বলে ঘোষণা করেছিলেন আম্পায়ার মেনন।

ভুল করেছিলেন মেনন

ভুল করেছিলেন মেনন

পরে অ্যাকশন রিপ্লেতে দেখা যায়, ক্রিস জর্ডনের ব্যাট ক্রিজের ভিতরে প্রবেশ করেছিল। ওই এক রান পেলে ম্যাচ জিততে পারত কিংস ইলেভেন পাঞ্জাব। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের মালকিন তথা অভিনেত্রী প্রীতি জিন্টার দল। সরব হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এরই ফাঁকে অতি মূল্যবান ২ পয়েন্ট অর্জন করে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস।

আজ বদলা নেওয়ার সুযোগ

আজ বদলা নেওয়ার সুযোগ

আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-তে দ্বিতীয়বার সাক্ষাৎ ঘটতে চলেছে দুই দলের। এই ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাবে কিংস ইলেভেন পাঞ্জাব। দুই দলই নিজেদের আগের ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা অনায়াসে বলা যায়।

আইপিএল ২০২০ : কেদার-চাওলার মধ্যে কোন স্ফূলিঙ্গ দেখেছেন ধোনি? প্রশ্ন শ্রীকান্তেরআইপিএল ২০২০ : কেদার-চাওলার মধ্যে কোন স্ফূলিঙ্গ দেখেছেন ধোনি? প্রশ্ন শ্রীকান্তের

English summary
IPL 2020 : KXIP will get a chance to take revanche against Delhi Capitals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X