১ রানের জন্য শতরান হারালেও ১০০০ ছক্কার বিরল বিশ্বরেকর্ড ক্রিস গেইলের, জেনে নিন পরিসংখান
আইপিএল ২০২০তে প্লে অফে ওঠার লড়াইয়ে রাজস্থানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস ক্রিস গেইলের। যার সুবাদে প্রথম ক্রিকেটার হিসেবে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ইউনিভার্স বস।

গেইলের রান
ম্যাচে এদিন ৬৩ বলে ৯৯ রান হাঁকিয়ে গেইল, জোফরা আর্চারের শিকার হয়ে ২০ তম ওভারের চতুর্থ বলে আউট হন। ঝেড়ো ৯৯ রানের সুবাদে দলকে ১৮৫ রানের স্কোরে পৌঁছে দিলেন গেইল। প্লে অফের শেষ চারে টিকে থাকতে মরণ বাঁচন ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করতে রাজস্থানকে এদিন পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য ১৮৬ রান করতে হবে। ম্যাচে গেইল ৬টি চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন।

কী রেকর্ড গড়লেন
প্রথম ক্রিকেটার হিসেবে এদিন টি-২০ ফর্ম্যাটে ১০০০টি ছক্কা হাঁকানোর বিরল নজির গড়লেন ইউনিভার্স বস। ম্যাচে এদিন ৭টি ছক্কা হাঁকালে প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ তে হাজার ছক্কার নজির ছুঁতেন। সেখানেই গেইল এদিন ৮টি ছক্কা হাঁকিয়ে টি-২০ কেরিয়ারে ১০০১টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন।

আবেগ ধরে রাখতে পারলেন না গেইল
এদিন ৯৯ রানে আউট হয়ে মেজাজ হারান গেইল। ১৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ম্যাচের ২ বল বাকি থাকা অবস্থায় জোফরার ডেলিভারি গেইলের ব্যাট প্যাড হয়ে উইকেটে গিয়ে বেল নাড়িয়ে দেয়। ১ রানের জন্য শতরান হাঁকিয়ে এদিন মাঠে মেজাজ হারিয়ে ইউনিভার্স বস নিজের ব্যাট ছুঁড়ে ফেলেন। পরে জোফরা আর্চারের সঙ্গে হাত মিলিয়ে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখালেন গেইল।

৯৯ নয় গেইলের কাছে ওটাই শতরান
ম্যাচের প্রথম ইনিংস শেষে গেইল বলেন, ৯৯ তে আউট হওয়া দুর্ভাগ্যের। তবে ৯৯ নয় আমার কাছে ওটা শতরান!

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন যারা
প্রসঙ্গত ৪১০টি টি-২০ ম্যাচ খেলে গেইল এদিন ১০০১টি ছক্কা হাঁকালেন। ৫২৪ ম্যাচ খেলে ৬৯০টি ছক্কা হাঁকিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে গেইলের দেশের সতীর্থ কাইরন পোলার্ড। ৩৭০ ম্যাচে ৪৮৫ টি ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম।