For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান ম্যাচে আইসিসির নিয়ম ভেঙে বড় বিতর্কে ক্রিকেটার

আইপিএল ২০২০: কেকেআর বনাম রাজস্থান ম্যাচে আইসিসির নিয়ম ভেঙে বড় বিতর্কে ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

কেকেআর বনাম রাজস্থান ম্যাচে বড় বিতর্ক। বুধবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ম্যাচে রাজস্থানকে দাপটের সঙ্গে ৩৭ রানে হারিয়েছে কেকেআর। সেই ম্যাচ ঘিরেই এবার বিতর্ক।

কেন বিতর্ক

কেন বিতর্ক

ম্যাচের তৃতীয় ওভারে রাজস্থানের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের বলে কলকাতার ওপেনার সুনীল নারিনের সহজ ক্যাচ ছাড়েন উথাপ্পা। যারপর বলে লালার ব্যবহার করতে দেখা যায় উথাপ্পাকে। আইসিসি কোভিড-১৯ প্রোটকল ভাঙলেন রাজস্থানের ক্রিকেটার।

ক্যামেরায় যা দেখা গেল

ক্যামেরায় যা দেখা গেল

ক্যামেরায় পরিষ্কার দেখা গিয়েছে, বলের পালিশে নিষিদ্ধ লালা ব্যবহার করছেন উথাপ্পা। ক্যাচ হাচছাড়া করার পর ভুল করেই বলে লালা ব্যবহার করে বসেন রাজস্থানে খেলা ব্যাটসম্যান। ম্যাচে এদিন প্রাক্তন ফ্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্যাচ ছাড়ার পাশাপাশি ব্যাটেও ব্যর্থ হলেন ডানহাতি।

করোনা আটকাতে যে নিয়ম এনেছে আইসিসি

করোনা আটকাতে যে নিয়ম এনেছে আইসিসি

করোনা আটকাতে কোভিড পরবর্তী যুগের ক্রিকেটে, আইসিসি কড়া নিয়ম এসেছে। যেখানে বলে লালা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পেনাল্টির নিয়ম শুরু করেছে আইসিসি

পেনাল্টির নিয়ম শুরু করেছে আইসিসি

প্রসঙ্গত বলে লালা ব্যবহারের ঘটনা আম্পায়ারের চোখ পড়লে অভিযুক্ত ক্রিকেটার ও সেই দলকে সতর্ক করবেন আম্পায়ার। এরপরও দ্বিতীয়বার ভুল করলে সতর্ক করা হবে। দুবারের পর ভুল করলে ফিল্ডিং দলকে আম্পায়ার ৫ রান পোনাল্টি করবেন। সেক্ষেত্রে ব্যাটিং করা দলের স্কোরে ৫ রান যোগ করা হবে বলে আইসিসি নিয়ম করেছে।

উথাপ্পার কি শাস্তি হচ্ছে

উথাপ্পার কি শাস্তি হচ্ছে

ম্যাচে অবশ্য উথাপ্পাকে বলে লালা ব্যবহার করার জন্য কোনও আম্পায়ারকে সতর্ক করতে দেখা যায়নি। বলে লালা ব্যবহার করে আইপিএলে টুর্নামেন্টের মাঝে ঝুঁকি তৈরি করার কারণে তাঁর কোনও শাস্তি হচ্ছে কিনা, সেটাও এখনও জানা যায়নি।

English summary
IPL 2020:kkr vs rr,Rajasthan Cricketer Robin Uthappa Accidentally Applies Saliva On Ball
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X