For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: বিরাটের মন্ত্রেই উন্নতি, কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে রহস্য ফাঁস সঞ্জুর

আইপিএল ২০২০: বিরাটের মন্ত্রেই উন্নতি, কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে রহস্য ফাঁস সঞ্জুর

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে অবিশ্বাস্য ফর্মে সঞ্জু স্যামসন। রাজাস্থানের হয়ে দুই ম্যাচ ৭০ প্লাস রান হাঁকিয়েছেন ডানহাতি। তাঁর বিধ্বংসী ফর্ম মোহিত আইপিএল জনতা। প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ বলে ৭৪ রান হাঁকান। তাঁর ব্যাটে ভর করে চেন্নাইকে ২১৭ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিল রাজস্থান। পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করতে নেমে ৪২ বলে ৮৫ রান হাঁকান। যার সুবাদে ৩ বল বাকি থাকতে ২২৬ রান তুলে জয় স্মিথের দলের। কোন মন্ত্রে এভাবে পাল্টে গেলেন? বুধবার কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগে সেটাই জানালেন সঞ্জু।

ভারত অধিনায়ককে ধন্যবাদ দিচ্ছেন সঞ্জু

ভারত অধিনায়ককে ধন্যবাদ দিচ্ছেন সঞ্জু

ব্যাট হাতে এমন পারফর্ম্যান্সের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ দিচ্ছেন সঞ্জু। বিরাটের বিশেষ বার্তাই তাঁকে ক্রিকেটার হিসেবে পাল্টে দিয়েছে বলে রাজস্থানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জানিয়েছেন।

কেন বিরাটকে ধন্যবাদ

কেন বিরাটকে ধন্যবাদ

এক প্রতিক্রিয়া সঞ্জু বলেন, 'ভারতীয় দলের সুযোগ পাওয়ার দিনগুলোয় বিরাট কোহলির সঙ্গে অনেকটা সময় কাটাবার সুযোগ পেয়েছি। বিরাট ফিটনেস নিয়ে প্রচুর খাটেন। জিমেই বিরাটকে বেশ কয়েকবার কেন তিনি তাঁর পুরো এনার্জিটাই ফিটনেসের জন্য খরচ করেন জানতে চেয়েছি। '

বিরাটের কোনও উত্তরে বদলে গেলেন সঞ্জু

বিরাটের কোনও উত্তরে বদলে গেলেন সঞ্জু

এরপরই সঞ্জু জুড়েছেন, 'ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন করায় বিরাট একদিন আমায় ডেকে আর কত বছর ক্রিকেট খেলব বলে পরিকল্পনা রাখছি জানতে চান। আমার বয়স ২৫ ধরে নিয়ে ৩৫ পর্যন্ত অর্থাৎ আরও ১০ বছর ক্রিকেট খেলতে পারব বলে বিরাটকে জানাই। এরপর বিরাটের উত্তর ক্রিকেটার হিসেবে আমাকে বদলে দেয়।'

সঞ্জুকে কী টিপস বিরাটের

সঞ্জুকে কী টিপস বিরাটের

সঞ্জু বলেছেন, 'এরপরই বিরাট সবকিছুর বিনিময় আগামী দশ বছরের জন্য ক্রিকেটকে পাখির চোখ করতে বলেন। প্রয়োজনে কেরালার খাবার পর্যন্ত ত্যাগ করতে বলেন। দশ বছর পর আবার খাবার খাওয়া যাবে, কিন্তু সামনের দশটা বছর ক্রিকেটের জন্য যা প্রয়োজন সবকিছু করতে হবে এই মন্ত্র মাথায় গেঁথে দেন।'

আইপিএল ২০২০: রাজস্থানের এই ৩ ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতেই হবে, আর কী বললেন মর্গ্যানআইপিএল ২০২০: রাজস্থানের এই ৩ ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতেই হবে, আর কী বললেন মর্গ্যান

English summary
IPL 2020: KKR vs RR, How Sanju Samson get motivation and change by Indian Captain Virat kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X