For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেখে ধাঁধা দেখেছিলেন বিরাট কোহলি! ফিরে দেখা কেকেআরের বিরুদ্ধে আরসিবির দুঃস্বপ্নের ম্যাচ

চেখে ধাঁধা দেখেছিলেন বিরাট কোহলি! ফিরে দেখা কেকেআরের বিরুদ্ধে আরসিবির দুঃস্বপ্নের ম্যাচ

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ইতিহাসে কেকেআর বনাম আরসিবি ম্যাচ মানেই রক্তচাপ বাড়িয়ে দেওয়া রোমহর্ষক লড়াই। এমনই এক লড়াইয়ে কেকেআরের বোলিংয়ের বিরুদ্ধে চেখে ধাঁধা দেখেছিলেন বিরাট কোহলি। যে ম্যাচে বিরাটের দল কেকেআরের বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়েছিল।

ইডেনে বিরাটের দুঃস্বপ্নের ম্যাচ

ইডেনে বিরাটের দুঃস্বপ্নের ম্যাচ

২০১৭ আইপিএলে ইডেনে কেকেআর বিরুদ্ধে খেলতে এসে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল ৪৯ রানে অলআউট হয়। আইপিএলে ইতিহাসে এটাই কোনও দলের সর্বনিম্ম দলগত স্কোর। যার মধ্য়ে কেকেআর অতিরিক্ত হিসেবে ৭ রান খরচ করেছিল।

কেকেআরের বিরুদ্ধে দুঃস্বপ্নের ম্যাচে বিরাট কত রান করেছিলেন

কেকেআরের বিরুদ্ধে দুঃস্বপ্নের ম্যাচে বিরাট কত রান করেছিলেন

নাইট রাইডার্সের ১৩১ রান তাড়া করতে নেমে বিরাট কোহলি সেই ম্যাচে ০ রানে ফিরেছিলেন। কুন্টারলাইনের বলে মনীশ পান্ডের হাতে ক্যাচ দিয়ে বিরাটে ১ বল খেলে আউট হয়েছিলেন।

আরসিবির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা

আরসিবির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা

এই ম্যাচে বিরাট ০, এবি ডিভিলিয়ার্স ৮ , কেদার যাদব ৯ ,ক্রিস গেইল ৭, স্টুয়ার্ট বিনি ৮ রান করেছিলেন। দল মাত্র ৯. ৪ ওভার ব্যাটিং করতে পেরেছিল। যা আইপিএল তো বটেই আরসিবির ইতিহাসের সবেচেয় লজ্জার পারফর্ম্যান্স।

কেকেআরের হয়ে কারা সফল হয়েছিলেন

কেকেআরের হয়ে কারা সফল হয়েছিলেন

গৌতম গম্ভীরের কেকেআরের হয়ে সেই সময় কুল্টারলাইন, গ্র্যান্ডহোম, ক্রিস ওকস খেলতেন। দলের তিন বিদেশি পেসার ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছিলেন কুল্টারলাইন।

আইপিএল ২০২০: ৫৮ বলে ১০০! রাসেলের চোটের চেয়েও আরও বড় চিন্তায় কপালে ভাঁজ কেকেআরেআইপিএল ২০২০: ৫৮ বলে ১০০! রাসেলের চোটের চেয়েও আরও বড় চিন্তায় কপালে ভাঁজ কেকেআরে

English summary
Ipl 2020: KKR VS RCB, Virat kohli's RCB bold out for only 49 runs against kkr in 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X