For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআর ম্যাচে আগুনে বোলিংয়ে আইপিএলের ইতিহাসে এই নজির সিরাজের

কেকেআর ম্যাচে আগুনে বোলিংয়ে আইপিএলের ইতিহাসে এই নজির সিরাজের

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর বিরল নজির গড়েছিলেন শিখর ধাওয়ান। একদিন পর এবার কোনও বোলারের বিরল নজির।

আজ আবুধাবিতে আইপিএল ২০২০ অভিযানে কেকেআরের বিরুদ্ধে বল করতে নেমে বিরল নজির গড়লেন আরসিবির পেসার মহম্মদ সিরাজ। চলতি আইপিএলে বল হাতে শুরু থেকে দাগ কাটতে না পারলেও এদিন কেকেআরের বিরুদ্ধে সিরাজকে দলে রাখেন বিরাট। এরপর ইতিহাস! কেকেআরের ব্যাটিং ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে এসে পরপর ২ বলে ২টি উইকেট তুলে নেন সিরাজ।

কেকেআর ম্যাচে আগুনে বোলিংয়ে আইপিএলের ইতিহাসে এই নজির সিরাজের

প্রথমে রাহুল ত্রিপাঠী সিরাজের সুইংয়ে সমস্যায় পরে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। পরের বলে এরপর ফের সিরাজের সুইংয়ে ঘায়েল কলকাতা। এবার বাঁ-হাতি নীতীশের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গলে বল উইকেট উপড়ে দেয়। সিরাজের শিকার হয়ে বোল্ড হয়ে ফিরে যান রানা।

পরে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে এসে তৃতীয় বলে ফের নাইটদের ডানহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে দুরন্ত সুইং সিরাজের। এবার ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান টম ব্যান্টন সুইং বুঝে ওঠার আগে ব্যাট ছুঁইয়ে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ১০ রান করে আউট হয়ে ফেরেন। ফলে নিজের বোলিংয়ে মহম্মদ সিরিজ প্রথম ২ ওভারে ৩টি উইকেট তুলে নেন।

উইকেট তো নিলেনই, এদিন বিরল একটি নজিরও গড়লেন সিরাজ। বল হাতে প্রথম ২টি ওভারেই কোনও রান দেননি। পাওয়ার প্লেতে প্রথম ২ ওভার বল করে সিরাজ ডবল উইকেট মেডেন করেন। যা এর আগে ১৩ বছরের আইপিএল ইতিহাসে কোনও বোলার করে দেখাতে পারেনি।

English summary
Ipl 2020:KKR VS RCB, Mohammed Siraj made history with 2 Maiden Wickets in match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X