For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইকে থামাতে বোলিংয়ে বড়সড় পরিবর্তন? বাদ পড়তে পারেন কামিন্স,কেকেআরের সম্ভাব্য একাদশ

শুক্রবার নাইট রাইডার্সের সামনে আরও একবার প্রতিপক্ষ মুম্বই। কঠিন ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে কেকেআরের সম্ভব্য একাদশ কী হওয়া উচিত জেনে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে ইতিহাসে মুম্বই বরাবরই কেকেআরের শক্ত গাঁট। লিগের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে ২০ বার ম্যাচ হেরেছে কেকেআর। আইপিএলের ইতিহাসে হেড টু হেডে এটাই সবচেয়ে বেশি ব্যবধানে কোন দলের জয়ের পরিসংখ্যান। শুক্রবার নাইট রাইডার্সের সামনে আরও একবার প্রতিপক্ষ মুম্বই। কঠিন ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে কেকেআরের সম্ভব্য একাদশ কী হওয়া উচিত জেনে নেওয়া যাক।

ওপেনিংয়ে ভরসা শুভমান

ওপেনিংয়ে ভরসা শুভমান

ওপেনিংয়ে নিয়মিত রান করছেন শুভমান গিল। তবে আইপিএল ২০২০তে মুম্বই ম্যাচটা শুভমানের একেবারেই ভালো যায়নি। লিগ অভিযানের প্রথম ম্যাচে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে পুল মারতে গিয়ে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ৭ রানে ফিরেছিলেন শুভমান। চলতি মরসুম শুভমানের ব্যাটে ৭ ম্যাচে ২৫৪ রান রয়েছে। শুক্রবার বোল্ট-প্যাটিনসনদের সামলে খেলতে পারলে মরসুমে তৃতীয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলতে পারেন কেকেআর ওপেনার।

শুভমানের সঙ্গী ব্যান্টন

শুভমানের সঙ্গী ব্যান্টন

আইপিএলের অভিষেকটা সুখকর না বলেও ব্যান্টনের উপর ভরসা রাখা যায়। টি-২০ ক্রিকেটে ব্যান্টনের নামের পাশে হাজারের বেশি রান রয়েছে। ইংল্যান্ডের হয়ে টি-২০তে বিধ্বংসী ইনিংস রয়েছে। ব্যান্টনের ব্যাট জ্বলে উঠলে পাওয়ার প্লে থেকেই সুবিধেজনক জায়গা পাবে কেকেআর।

তিনে আরও বেশি দায়িত্ব নিক রানা

তিনে আরও বেশি দায়িত্ব নিক রানা

চলতি আইপিএলে পুরনো রানাকে পাওয়া যাচ্ছে না। এবছর ৭ ম্যাচ খেলে একটি হাফ সেঞ্চুরি। স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেন নীতীশ। মুম্বইয়ের রাহুল চাহার ও ক্রুণাল পান্ডিয়াদের বিরুদ্ধে তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় সমর্থকরা।

চারে মর্গ্যান

চারে মর্গ্যান

ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়ার ইয়ন মর্গ্যান নাইট রাইডার্সকে দুটি ম্যাচ জেতালেও শেষ ৩ ম্যাচে সমস্যায় পড়েছেন। মর্গ্যানের দ্রুত রানে ফেরা প্রয়োজন। নাইটদের মিডল অর্ডার তাঁর ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে।

পাঁচে রাসেল

পাঁচে রাসেল

আইপিএলে ব্যাট হাতে এবছর ফ্লপ রাসেল। ৭ ম্যাচ শেষে সংগ্রহ ৭১ রান। বলে ৬টি উইকেট পেলেও ব্যাটসম্যান রাসেল একেবারেই ছন্দে নেই। তাঁর পাঁচে নামিয়ে আরও একবার সুযোগ দেওয়া যেতে পারে।

ফিনিশার রাহুল-দীনেশ

ফিনিশার রাহুল-দীনেশ

চেন্নাই ম্যাচে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। তাঁকে এবার ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারে কেকেআর। সঙ্গে দীনেশ কার্তিকও ৭ নম্বরে নেমে ফিনিশার হিসেবে ইনিংস শেষ করে আসতে পারেন। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর দীনেশের থেকে প্রত্যাশা তুঙ্গে।

কামিন্সের বদলে কি ফার্গুসন

কামিন্সের বদলে কি ফার্গুসন

আইপিএলে ১৫.৫ কোটি দিয়ে কামিন্সকে নিলেও অজি পেসার চূড়ান্ত ব্যর্থ। ৭ ম্যাচ খেলে কামিন্স ২২২ রান খরচ করেছেন। পেয়েছেন মাত্র ২টি উইকেট। ফলে মুম্বই ম্যাচে তাঁকে বসিয়ে দিতে পারে কেকেআর। পরিবর্তে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনকে খেলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ধাক্কা দিতে চাইবে নাইট শিবির।

একনজরে বোলিং

একনজরে বোলিং

পেস বিভাগে আরও একটি পরিবর্তনের সম্ভবনা রয়েছে। নাগরকোটিক বসিয়ে শিবম মাভিকে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ ও মাভি, মুম্বইয়ের বিরুদ্ধে পেস বিভাগে এই ত্রিফলা ব্যবহার করা হতে পারে। স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী খেলবেন। সেই সঙ্গে রাসেলকে দিয়েও বোলিং করানো যাবে।

একনজরে সম্ভাব্য একাদশ

একনজরে সম্ভাব্য একাদশ

শুভমান গিল, টম ব্যান্টন, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।

English summary
Ipl 2020: kkr vs MI, what will be kkr's probable 11, changes for mi match, Hints And Predictions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X