For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০:কেকেআর বনাম মুম্বই,ক্যামেরায় ধরা পড়ছে স্থূল ভূঁড়ি,এভাবেই সমালোচনার জবাব দিলেন রোহিত

আইপিএল ২০২০:কেকেআর বনাম মুম্বই,ক্যামেরায় ধরা পড়ছে স্থূল ভূঁড়ি,এভাবেই সমালোচনার জবাব দিলেন রোহিত

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে ২০২০তে প্রথম ম্যাচে রোহিত শর্মা ও সৌরভ তিওয়ারির ভুঁড়ি শিরোনামে উঠে এসেছিল। ২০২০ সালে করোনার কারণে দীর্ঘ সময় ধরে লকডাউন চলেছে। বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতিতে খেলার দুনিয়া বন্ধ ছিল। চার মাসেরও বেশি সময় ধরে খেলার মধ্যে না থাকার কারণেই ক্রিকেটারদের ফিনটেসে প্রভাব পড়েছে। ১৩ তম আইপিএলের প্রথম ম্যাচে বিশেষ করে সৌরভ তিওয়ারির ভুঁড়ি নিয়ে মজার মিমস তৈরি হয়। ক্যামেরাতে বারবার মুম্বই ক্রিকেটারদের স্থূলতা ধরা পড়েছিল।

আইপিএল ২০২০:কেকেআর বনাম মুম্বই,ক্যামেরায় ধরা পড়ছে স্থূল ভূঁড়ি,এভাবেই সমালোচনার জবাব দিলেন রোহিত

আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটে বড় রান হাঁকিয়ে সব সমালোচনার যোগ্য জবাব দিয়ে দিলেন হিটম্যান। এদিন ৫৪ বলে ৮০ রান হাঁকিলান। ভুঁড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কাছে কথা শুনতে হলেও ক্ষিপ্রতা এতটুকু কমেনি ব্যাটে সেই প্রমাণ দিলেন হিটম্যান। ম্যাচে ৬টি ছক্কা ও ৩ট চার হাঁকিয়েছেন।

রোহিতের ব্যাটে ভর করেই নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলে। শুধু রোহিতই নন, টানা দুই ম্যাচে রানের ছন্দে থেকে ভুঁড়ি বাড়লেও তাঁর ব্যাটে ধার কমেনি বুঝিয়ে দিলেন সৌরভ তিওয়ারি।

কেকেআরের বিরুদ্ধে এদিন ১৩ বলে ১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ২১ রান হাঁকান সৌরভ। চেন্নাইয়ের বিরুদ্ধে লিগ শুরুর ম্যাচে ৩১ বলে ৪২ রান করেছিলেন। ৩টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজিয়েছিলেন সৌরভ।

রান পেলেও রোহিত-সৌরভ তিওয়ারির ভুঁড়ি নিয়ে এদিনও অবশ্য মস্করার শেষ নেই। বরং এদিন এবার কাইরন পোলার্ডের ভূঁড়ি নিয়েও চর্চা শুরু হয়ে গেল। ম্যাচে এদিন ৭ বলে ১৩ করেছেন পোলার্ড। বল হাতে নীতিশ রানার উইকেটেও তুলে নিয়েছেন। নাইট রাইর্ডাসের রানাকে বাউন্ডারি লাইনের সামনে হার্দিকের হাতে বন্দি করান পোলার্ড।

English summary
Ipl 2020: KKR VS MI, Fans slam Indian Cricketers for waistlines, How Rohit Sharma Give response
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X