আইপিএল ২০২০: রাহুল-গেইলদের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ত্রে শান কেকেআর তারকার
দমশীর সন্ধ্য়ে শারজার আইপিএল ২০২০-র হাইভোল্টেজ মহারণে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি কেকেআর। প্রতিপক্ষ শিবিরে ক্রিস গেইল থেকে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল থেকে ম্যাক্সওয়েল মতো হেভিওয়েট নাম। তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই শেষ মুহূর্তে স্পিন অস্ত্রে বাড়তি শান দিলেন কেকেআর তারকা।

পাঞ্জাবের ব্যাটসম্যানদের নিয়ে কেকেআরের চিন্তা
চলতি আইপিএলে ২০২০তে ১১ ম্যাচে ৫৬৭ রান হাঁকিয়ে কমলা টুপির মালিক কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। আইপিএল ১৩তে পাঞ্জাব বনাম কেকেআর লড়াইয়ে রাহুল ৫৮ বলে ৭৪ রানের দামি ইনিংস খেলে দলকে ম্যাচ জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। শেষ পর্যন্ত রাহুল আউট হওয়ার পর পাঞ্জাব কেকেআরের কাছে ২ রানে ম্যাচ হেরেছিল। ফলে রাহুলকে নিয়ে নাইটদের আজ সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে পাঞ্জাবের অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ১০ ম্যাচে ৩৯৮ রান হাঁকিয়েছেন। দুই ওপেনারকে ফেরাতে না পারলে নাইটদের চাপ বাড়বে।

শারজায় গেইল ঝড়
আরসিবির বিরুদ্ধে শারজা ম্যাচ দিয়ে আইপিএল ২০২০তে প্রত্যাবর্তন করেন গেইল। সেই ম্যাচে গেইল ৪৫ বলে ম্যাচ জেতানো ৫৩ রান হাঁকান। আজ ফের শারজায় মহারণ। প্রতিপক্ষ এবার কলকাতা নাইট রাইডার্স। ফলে গেইলকে ফেরানো নিয়েও কেকেআরকে একাধিক পরিকল্পনা তৈরি রাখতে হবে।

অস্ত্রে শান দিলেন বরুণ চক্রবর্তী
প্রতিপক্ষ শিবিরের রাহুল-গেইল, মায়াঙ্ক -ম্যাক্সওয়েলের মতো মহাতারকাদের বিরুদ্ধে সফল হতে শেষ মুহূর্তে অস্ত্রে শান বরুণ চক্রবর্তীর। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৫ উইকেট শিকারে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামিয়ে ছিলেন। যারপর এবার পাঞ্জাব ম্যাচে নাইটদের মিস্ট্রি স্পিনারকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বরুণের স্পিন অস্ত্রে শান দেওয়ার ভিডিও পোস্ট করা হয়।

আইপিএল ২০২০তে বরুণের উইকেট সংখ্যা
চলতি আইপিএলের ১০ ম্যাচে মাঠে নেমে নাইটদের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী ১২টি উইকেট নিয়েছেন। নাইট রাইডার্সের হয়ে চলতি মরশুমে তিনিই এখনও পর্যন্ত সবথেকে বেশি উইকেট নিয়েছেন। ধারাবাহিক উইকেট শিকারের পাশাপাশি বরুণ চক্রবর্তীর কৃপণ বোলিং প্রতি ম্যাচে নজর কাড়ছে।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে