আইপিএলে ২০২০-তে কেকেআর বনাম সিএসকে, মোকাবিলা কোন কোন ক্রিকেটারের মধ্যে?
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে হারালে আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্সের। যদিও মরণ কামড় দিতে প্রস্তুত চেন্নাই সুপার কিংসও। তারই প্রেক্ষিতে দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে মুখোমুখি লড়াই হাড্ডাহাড্ডি হবে, তা জেনে নেওয়া যাক।

শুভমান গিল বনাম দীপক চাহার
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৩৭৮ রান করেছেন কেকেআরের তরুণ ওপেনার শুভমান গিল। টুর্নামেন্টে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান করে ফেলেছেন পাঞ্জাব তনয়। গিলের সঙ্গে বুধবার মোকাবিলায় নামবেন সিএসকে-র তরুণ ফাস্ট বোলার দীপক চাহার। যিনি চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২টি উইকেট নিয়েছেন। ১৩ উইকেট নেওয়া সিএসকে ফাস্ট বোলার স্যাম কারানও এই লড়াইয়ে সামিল হবেন।

ইয়ন মর্গ্যান বনাম স্যাম কারান
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৩৩৫ রান করা অধিনায়ক ইয়ন মর্গ্যান কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। তাঁর সঙ্গে স্বদেশী তথা সিএসকে-র ফাস্ট বোলার স্যাম কারানের লড়াই হাড্ডাহাড্ডি হবে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৩টি উইকেট নিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার।

দীনেশ কার্তিক বনাম এমএস ধোনি
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে মাত্র ১৪৮ রান করেছেন দীনেশ কার্তিক। উইকেটের পিছনে দাঁড়িয়ে মাত্র ৫টি ক্যাচ নিয়েছেন ডিকে। অন্যদিকে সিএসকে অধিনায়ক তথা কিংবদন্তি এমএস ধোনি এখনও পর্যন্ত এই আইপিএলে ১২ ম্যাচ খেলে ১৯৯ রান করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৪টি ক্যাচ নেওয়ার পাশাপাশি এক জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন মাহি। কেকেআর বনাম সিএসকে-র ম্যাচে দীনেশ কার্তিক ও এমএস ধোনির ব্যাটিং এবং উইকেটকিপিংয়ের লড়াই জমবে।

প্যাট কামিন্স বনাম ফ্যাফ ডু প্লেসিস
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। অন্যদিকে সিএসকে-র জার্সিতে ১২ ম্যাচ খেলে ৪০১ রান করেছেন ফ্যাফ ডুপ্লেসিস। দুই তারকার মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে।

আইপিএলে কেকেআর ও সিএসকে-র লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে যে যে ক্রিকেটারের দৌলতে