For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, নাইট জার্সিতে গেম চেঞ্জার হতে পারেন যে পাঁচ ক্রিকেটার

আইপিএল ২০২০: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, নাইট জার্সিতে গেম চেঞ্জার হতে পারেন যে পাঁচ ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

বুধবার আইপিএল ২০২০তে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলে পা রাখবেন দীনশ কার্তিকরা। আইপিএলের ইতিহাসে কেকেআরের সামনে মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই শক্ত গাঁট। শেষবার ২০১৯ সালে দুই দল নিজেদের হোম ম্যাচগুলি জিতেছিল। এবার আমিরশাহীতে কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার। একনজরে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের কারা চমক হতে পারেন দেখে নেওয়া যাক।

প্রথম ম্যাচেই নাইট জার্সিতে অভিষেক করতে পারেন আলি খান

প্রথম ম্যাচেই নাইট জার্সিতে অভিষেক করতে পারেন আলি খান

চমক দিয়ে আইপিএল ২০২০ শুরু করতে পারে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হওয়ায় ২৩ সেপ্টেম্বর ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সদের কোয়ারেন্টাইন উঠছে। সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের তালিকায় প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলি খানকে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামিয়ে দিতে পারেন দীনেশ কার্তিক।

কেমন পারফর্ম্যান্স আলি খানের

কেমন পারফর্ম্যান্স আলি খানের

আইপিএলের খেলতে আসার আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন আলি খান। ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্স দলকে ২ উইকেেট উপহার দিয়ে চ্যাম্পিয়নও করেন। ২০২০ সালে সিপিএলতে এবছর ৮ উইকেট নিয়েছেন। ফলে ছন্দে থাকা আলি খান মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নাইট শিবিরের সেরা বাজি হতে পারেন।

লকি ফার্গুসনের সঙ্গে জুটিতে প্রসিদ্ধ কৃষ্ণা ও আলি

লকি ফার্গুসনের সঙ্গে জুটিতে প্রসিদ্ধ কৃষ্ণা ও আলি

নাইট রাইডার্সের পেস বিভাগে প্রথম ম্যাচে প্যাট কামিন্স না থাকার কারণে মুম্বইয়ের বিরুদ্ধে কাল বিদেশিদের মধ্যে লকি ফার্গুসন শুরু করতে পারেন। ফার্গুসনের সঙ্গে আলি খান অন্য দিকে প্রসিদ্ধ কৃষ্ণা। এই তিন পেসারকে নির্বাচিত করে কেকেআরের পেস বিভাগ গঠন হতে পারে।

টপ অর্ডারে রাসেল

টপ অর্ডারে রাসেল

গত বছর রাসেলকে টপ অর্ডারে নিয়মিত ব্যবহার না করা নিয়ে অধিনায়ক দীনেশ কার্তিকের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছিল। এবছর লিগের অভিযান ম্যাচ থেকে টপ অর্ডার চার নম্বরে চমক হতে পারেন আন্দ্রে রাসেল। গত বছর কেকেআর জার্সিতে ৫২ টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল। এবছর সেই রেকর্ড দ্রে রাস টপকে যেতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

লিনের অভাব পূরণ করতে পারেন গিল

লিনের অভাব পূরণ করতে পারেন গিল

এবছর বিধ্বংসী ওনেপার ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর। ওপেনিংয়ে এবছর সেক্ষেত্রে নারিনের সঙ্গে নিয়মিত সদস্য হতে চলেছেন গিল। গত বছর লিগের শেষদিকে ওপেনিংয়ে সুযোগ পেয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ৬৫ রান ও মুম্বইয়ের বিরুদ্ধে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এবছর তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে কেকেআর।

Navaratri 2020: নবদুর্গার আরাধনায় কোন দিন কোন রঙের পোশাক ভক্তরা বেছে নেবেন! জানুন শাস্ত্র মতে Navaratri 2020: নবদুর্গার আরাধনায় কোন দিন কোন রঙের পোশাক ভক্তরা বেছে নেবেন! জানুন শাস্ত্র মতে

English summary
IPL 2020: KKR to starts Ipl 13 agisnt Mi, 5 Cricketers who can be game changer for KKR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X