For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: চোট পাওয়া হ্যারির পরিবর্ত হিসেবে চ্যাম্পিয়ন দল থেকে ক্রিকেটার নিল কেকেআর

আইপিএল ২০২০: চোট পাওয়া হ্যারির পরিবর্ত হিসেবে চ্যাম্পিয়ন দল থেকে ক্রিকেটার নিল কেকেআর

  • |
Google Oneindia Bengali News

কেকেআর ফ্যানেদের জন্য সুখবর। আইপিএল শুরুর আগে চোট পেয়েছিলেন গ্যারি গার্নি। ফলে ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার আমিরশাহী আইপিএল থেকে ছিটকে যান। তাঁর পরিবর্ত ক্রিকেটার হিসেবে নাইট ব্রিগেড কাকে নিতে পারে, তালিকায় একাধিক নাম ঘোরাফেরা করছিল। এবার চ্যাম্পিয়ন দল থেকে ডানহাতি পেসারকে পরিবর্ত হিসেবে বেছে নিল কেকেআর।

হ্যারির পরিবর্ত কে?

হ্যারির পরিবর্ত কে?

বাঁ-হাতি হ্যারি গার্নির পরিবর্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার আলি খানকে দলে নিল কেকেআর। সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে আলি খান ৩৮টি উইকেট পেয়েছেন। প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্রিকেটার টুর্নামেন্ট খেলতে চলেছেন।

নাইটদের চ্যাম্পিয়ন করে কেকেআর খেলতে আসছেন এই পেসার

নাইটদের চ্যাম্পিয়ন করে কেকেআর খেলতে আসছেন এই পেসার

প্রসঙ্গত আইপিএলে খেলতে আসার আগে বাদশা শাহরুখ খানের সিপিএল ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সকে ২০২০ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছেন আলি খান। ফলে বলতেই হচ্ছে, নিজেদের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটার নিয়ে জোর চমক দিল নাইট ম্যানেজমেন্ট।

 নাইট রাইডার্স দলের হয়ে আলি খানের পারফর্ম্যান্স

নাইট রাইডার্স দলের হয়ে আলি খানের পারফর্ম্যান্স

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২০২০ সালে আলি খান ৮টি ম্যাচ খেলেছেন। আট ম্যাচে সব মিলিয়ে সংগ্রহ ৮ উইকেট। সিপিএল ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ২৫ রান খরচ করে আলি খান ২টি উইকেট তুলে নেন।

একনজরে কেকেআরে বিদেশি ক্রিকেটারদের তালিকা

একনজরে কেকেআরে বিদেশি ক্রিকেটারদের তালিকা

এবছর নাইট রাইডার্সে আট জন বিদেশি ক্রিকেটার। তালিকায় রয়েছেন ইয়ন মর্গ্যান, সুনীল নারিন, টম ব্যান্টন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ক্রিস গ্রিন, লকি ফার্গুসন ও আলি খান।

English summary
IPL 2020: KKR rope in Ali Khan as Harry Gurney’s replacement, first USA player to feature in ipl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X