For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানকে হারিয়েও কেন ভগবানের উপর কেকেআরের প্লে অফ ভাগ্য ছেড়ে দিলেন মর্গ্যান

রাজস্থানকে হারিয়েও কেন ভগবানের উপর কেকেআরের প্লে অফ ভাগ্য ছেড়ে দিলেন মর্গ্যান

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানকে ৬০ রানে পর্যুদস্ত করেও প্লে অফ নিশ্চিত করতে পারল না কলকাতা নাইট রাইডার্স। রবিবার ম্যাচ জিতে শাহরুখের দল ১৪ পয়েন্টে পৌঁছে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে। প্লে অফের কাছাকাছি পৌঁছলেও এখনও তা পুরোপুরি নিশ্চিত নয়। যে কারণে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতেও ভগবানের উপর কেকেআরের প্লে অফ ভাগ্য ছেড়ে দিলেন মর্গ্যান।

কোন সুযোগ হারাল কলকাতা

কোন সুযোগ হারাল কলকাতা

রাজস্থানকে জয়ের জন্যে ১৯২ রানের টার্গেট ছুঁড়ে দেওয়ার পর শুরু থেকে আগুনে বোলিংয়ে স্মিথের দলের উপর চাপ তৈরি করে কলকাতা। পাওয়ার প্লেতেই কামিন্স একাই চার উইকেট নিয়ে রাজস্থানের ব্যাটিংয়ে মেরুদণ্ড ভেঙে দেন। কিন্তু প্রতিপক্ষকে ১১০ রানের মধ্যে অলআউট করে কমপক্ষে ৮১ রানের ব্যবধানে ম্যাচ জিতলে কেকেআর পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা আরসিবি ও দিল্লির নেট রান রেটের থেকে এগিয়ে যেতে পারত।

রাজস্থানকে কত রানে বন্দি করল কেকেআর

রাজস্থানকে কত রানে বন্দি করল কেকেআর

শেষ পর্যন্ত রাজস্থানকে নির্ধারিত ২০ ওভারে কেকেআর ১৩১ রানে বন্দি করে। ফলে ৬০ রানে ম্যাচ জিতল মর্গ্যান অ্যান্ড কোম্পানি। ম্যাচ জিতলেও এখনও লিগে দুটি মহারণে আরসিবি-দিল্লি ও মুম্বই-সানরাইজার্স ম্যাচের দিকে কেকেআরকে তাকিয়ে থাকতে হবে।

কেন অন্যের উপর ভরসায় কেকেআর

কেন অন্যের উপর ভরসায় কেকেআর

নেট রান রেটে পিছিয়ে থাকার কারণেই অন্য দলের উপর নির্ভর করে কেকেআর। আজ আবুধাবিতে দিল্লি বনাম আরসিবি ম্যাচের দুই দলের মহারণে চোখ রাখবে কলকাতার। আরসিবি ও দিল্লি এবং কলকাতা ৩ দল ১৪ পয়েন্টে থাকলেও নেট রান রেটের বিচারে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। সেক্ষেত্রে দিল্লি ও আরসিবি ম্যাচে জয় পরাজয়ে নাইটদের ভাগ্য নির্ভর করছে।

কোন পথে প্লে অফে কেকেআর

কোন পথে প্লে অফে কেকেআর

আজ আরসিবি বনাম দিল্লি ম্যাচে, পরাজিত দল ২০ রান বা তার বেশি রানের ব্যবধানে অথবা ম্যাচের ২ ওভার বাকি থাকা অবস্থায় হারলে ১৪ পয়েন্ট নিয়ে কেকেআর তৃতীয় স্থানে উঠে আসবে। দিল্লি-আরসিবি ম্যাচের জয়ী দল ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাবে। এই ম্যাচের পরাজিত দল কেকেআরের থেকে নেট রান রেটে পিছিয়ে পড়ার ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে আসবে। সেক্ষেত্রে মঙ্গলবার সানরাইজার্স আবার মুম্বইকে হারিয়ে দিলে নেট রান রেটের সুবিধে নিয়ে ওয়ার্নাররা তিনে ও কেকেআর চারে নেমে আসবে। শেষ পর্যন্ত রান রেটের বিচারেই দিল্লি-আরসিবি ম্যাচের পরাজিত দল ১৪ পয়েন্টে থেকেও ছিটকে যাবে। নাইটদের প্লে অফে যেতে এমন একাধিক সমীকরণ থাকার কারণেই পরিস্থিতি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন মর্গ্যান।

আইপিএল ২০২০-র প্লে যেতে পারে কোন চার দল, দেখে নিন ৪ সম্ভাবনাআইপিএল ২০২০-র প্লে যেতে পারে কোন চার দল, দেখে নিন ৪ সম্ভাবনা

English summary
Ipl 2020: kkr playoffs chances, kolakta captain eoin morgan says its upto gods now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X