আইপিএল ২০২০: শাহরুখের স্বপ্নপূরণে ব্যর্থ কেকেআর, আবুধাবি থেকে মুম্বই ফিরলেন বাদশা
স্বপ্নপূরণ হল না। আবুধাবি থেকে শূন্য হাতে মুম্বইয়ে ফিরলেন কেকেআর মালিক বলিউড বাদশা শাহরুখ খান। আরও এক মরসুমে স্বপ্নভঙ্গ শাহরুখের। প্লে অফের স্বপ্ন দেখিয়ে তাঁর দল এবছর পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থেকে আইপিএল ২০২০ অভিযান শেষ করে।

মুম্বই বিমানবন্দরে শাহরুখ, ছবি ভাইরাল
বলিউডের বাদশা শাহরুখ খান মুম্বই এয়ারপোর্টে নামতেই নেটদুনিয়ায় তাঁর ছবি ও ভিডিও এখন ভাইরাল। শাহরুখের সঙ্গে স্ত্রী গৌরীকেও মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে। আইপিএলের সময় পরিবার নিয়েই শাহরুখ আবুধাবিতে ছিলেন।

আবুধাবিতেই জন্মদিন উদযাপন
প্রসঙ্গত ২ নভেম্বর দুবাইয়ে ৫৫ তম জন্মদিন উদযাপন করেন শাহরুখ। বাদশার মেয়ে শাহরুখের জন্মদিনের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

শাহরুখকে জন্মদিনের উপহার কেকেআরের
শাহরুখের জন্মদিনের এক দিন আগে আইপিএল ২০২০তে লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে, ৬০ রান হারিয়ে দুরন্ত জয়ে কেকেআর বাদশাকে 'বাদশাহী' উপহার দিয়েছিল।

আইপিএল ২০২০তে শাহরুখের দলের পারফর্ম্যান্স
এরপরও যদিও শেষরক্ষা হয়নি। লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেওয়ায় পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে প্লে অফে খেলেছে ওয়ার্নাররা। পঞ্চম স্থানে থেকে আইপিএল থেকে কলকাতা বিদায় নেয়।

৮ বছরে ট্রফি নেই, তাও কেন কোহলিকে আরসিবি অধিনায়ক রাখা উচিত জানালেন সেহওয়াগ