For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : মাথায় টুপি, মুখে মাস্ক, দুবাইতে কিং খান শো, উজ্জীবিত কেকেআর, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

আইপিএল ২০২০ : মাথায় টুপি, মুখে মাস্ক, দুবাইতে কিং খান শো, উজ্জীবিত কেকেআর

  • |
Google Oneindia Bengali News

পরনে কেকেআরের প্রতীক লাগানো সাদা শার্ট, মাথায় টুপি, চোখে কালো চশমা, মুখে মাস্ক। দলের ক্রিকেটারদের উজ্জীবিত করতে দুবাই পৌঁছলেন মালিক শাহরুখ খান। সপরিবারে মাঠে পৌঁছে হাততালি দিয়ে, চেঁচিয়ে কেকেআর যোদ্ধাদের অনুপ্রাণিত করলেন কিং খান। দর্শকশূন্য স্টেডিয়ামে রাজ করলেন বলিউড বাদশা। সবশেষে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন এভারগ্রিন শাহরুখ।

আইপিএল ২০২০ : মাথায় টুপি, মুখে মাস্ক, দুবাইতে কিং খান শো, উজ্জীবিত কেকেআর, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। স্টিভ স্মিথদের সামনে ১৭৫ রানের লক্ষ্য খাড়া করেন দীনেশ কার্তিকরা। ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কেকেআরের তরুণ ওপেনার শুভমান গিল। ৩৪ রানের লড়াকু ইনিংস খেলেন ইয়ন মর্গ্যানও।

দর্শকশূন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ শুরু হয় কার্যত নিয়ম করে নিশ্চুপে, করোনা-রোধি সব স্বাস্থ্য বিধি মেনে। মাঝে মধ্যে মাঠে চেঁচিয়ে উঠছিলেন কৃত্রিম ফ্যানরা। অবিরাম বেজে যাচ্ছিল 'করব, লড়ব, জিতব'। সেসবের মধ্যেই আচমকা সপরিবারে মাঠে হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান। কেকেআরের প্রতীক লাগানো সাদা শার্ট, মাথায় টুপি, চোখে কালো চশমা, মুখে মাস্ক পরিহিত মালিককে দেখে প্রথমে চিনতে পারেননি দলের ক্রিকেটাররাই। ক্যামেরাতেও চট করে ধরা পড়েননি লম্বা চুলের শাহরুখ।

এরপর মাইকে ঘোষণা করা হয় কিং খানের নাম। সঙ্গে সঙ্গে ক্যামেরার ফোকাস ঘুরে যায় কেকেআর মালিকের দিকে। শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং দেখে তাঁকে হাততালি উৎসাহিত করেন শাহরুখ খান। আন্দ্রে রাসেলের তিনটি লম্বা ছক্কা দেখে আসন ছেড়ে উঠে পড়েন বলিউড বাদশা। আবার প্যাট কামিন্সরা রাজস্থান রয়্যালসের একের পর এক উইকেট পতনের সময়ও ফাঁকা স্টেডিয়ামকে নিজ গুনে মুখরিত করেন শাহরুখ। মাঠভরা দর্শকরে অভিবাদন না পেয়েও শুধু দলের জন্যই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করে গেলেন কিং খান। সবশেষে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন এভারগ্রিন শাহরুখ।

বলিউড বাদশার নতুন লুকে বোল্ড হয়েছেন নেটিজেনরা। দুবাইতে কেকেআরের ম্যাচে কিং খানকে দেখে সুন্দর সুন্দর প্রতিক্রিয়া দিতে ভোলেনি সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, 'ক্যায়া লুক হ্যায় বস'!

English summary
IPL 2020 : KKR owner Shah Rukh Khan cheers cricketers at Dubai International Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X