For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : জিতলেও ব্যাটিং বিভাগের যে যে গর্ত ভরাট করতেই হবে কেকেআর-কে

আইপিএল ২০২০ : জিতলেও ব্যাটিং বিভাগের যে যে গর্ত ভরাট করতেই হবে কেকেআর-কে

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০ রানের অনবদ্য জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই জয়ে কেকেআর ফ্যানরা উচ্ছ্বসিত হলেও তাঁরা জানেন যে দলের ব্যাটিং বিভাগে গর্তগুলি পূরণ না হলে টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে হোঁচট খেতে হতে পারে দীনেশ কার্তিক শিবিরকে। আগামী ম্যাচের আগে সেই শূ্ন্যতা পূরণ হবে বলে আশা করেন কেকেআর প্রেমীরা।

ত্রিপাঠী ছাড়া জ্বলে উঠলেন না কেউই

ত্রিপাঠী ছাড়া জ্বলে উঠলেন না কেউই

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ১৬৭ রান তোলে কেকেআর। তার মধ্যে ৮১ রান এসেছে ওপেনার রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে। অতিরিক্তি ১০ রান। কেকেআরের বাকি ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াস ৭৫ রানের বেশি স্কোর বোর্ডে তুলতে পারেনি। বিষয়টি ভাবাচ্ছে কেকেআর প্রেমীদের।

রাসেলের ফর্মে

রাসেলের ফর্মে

চলতি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৫০ রান করেছেন বিধ্বংসী আন্দ্রে রাসেল। সিএসকে-র বিরুদ্ধে মাত্র ২ রানে আউট হন ক্যারিবিয়ান তারকা। যে ক্রিকেটারের ওপর নির্ভরতা সবচেয়ে বেশি, তিনি ছন্দে না থাকায় টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলিতে সমস্যায় পড়তে পারে কেকেআর।

লাগাতার ব্যর্থ দীনেশ কার্তিক

লাগাতার ব্যর্থ দীনেশ কার্তিক

অধিনায়কত্ব নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে ক্রিকেট প্রেমীরা হয়তো ভুলেই গিয়েছিলেন যে কেকেআরের নেতা দীনেশ কার্তিক দলের ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভও বটে। সেই ব্যাটসম্যানই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে টেনেটুনে ৫০ রানের কাছাকাছি পৌঁছেছেন। সিএসকে-র বিরুদ্ধে মাত্র ১২ রান করেছেন কার্তিক।

ব্যাটিং অর্ডার সাজানোতে গলদ

ব্যাটিং অর্ডার সাজানোতে গলদ

প্রথম চার ম্যাচ কেকেআরের হয়ে ওপেন করতে দেখা গিয়েছিল সুনীল নারিনকে। লাগাতার ব্যর্থ এই ব্যাটসম্যানকে সরিয়ে সিএসকে-র বিরুদ্ধে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ইনিংস শুরু করায় কেকেআর। কিন্তু তাতে সমস্যা আরও বেড়ে যায়। সুনীল নারিনকে কোথায় ব্যাট করতে পাঠাবেন, তা নিয়ে ঠিক করে উঠতে হিমশিম খায় দীনেশ কার্তিক শিবির। সিএসকে-র বিরুদ্ধে ক্যারিবিয়ান তারকাকে চার নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দলের সমস্যা বাড়িয়ে দেয় ম্যানেজমেন্ট।

মর্গ্যানকে ব্যবহার

মর্গ্যানকে ব্যবহার

সিএসকে-র বিরুদ্ধে ইয়ন মর্গ্যানকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানোর কারণও খুঁজে পাচ্ছেন না কেকেআর ফ্যানরা। সুনীল নারিনের জায়গায় ইংল্যান্ড অধিনায়ককে ব্যাট করতে পাঠালে রান আরও বেশি হত বলে মনে করা হচ্ছে।

আইপিএল ২০২০ : কে হাঁকিয়েছেন সর্বাধিক ছক্কা, কার ঝুলিতে সবচেয়ে বেশি চার, দেখুন অন্যান্য পরিসংখ্যানওআইপিএল ২০২০ : কে হাঁকিয়েছেন সর্বাধিক ছক্কা, কার ঝুলিতে সবচেয়ে বেশি চার, দেখুন অন্যান্য পরিসংখ্যানও

English summary
IPL 2020 : KKR need to improves some area of their batting section
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X