For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের বিরুদ্ধে কত রানে ম্যাচ জিতলে দিল্লি-ব্যাঙ্গালোরের থেকে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর

রাজস্থানের বিরুদ্ধে কত রানে ম্যাচ জিতলে দিল্লি-ব্যাঙ্গালোরের থেকে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে দুবাইয়ে আজ রাজস্থানকে হারাতে পারলে ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্টে পৌঁছবে কলকাতা। ইতিমধ্যে স্টিভ স্মিথের দলকে কেকেআর জয়ের জন্যে ১৯২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে।

ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট নিয়ে আজ কেকেআরের পয়েন্ট টেবিলে উপরে উঠে আসার সুযোগ রয়েছে। এই মুহূর্তে ১৩ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে দুই ও তিনে থাকা আরসিবি ও দিল্লি ১৪ পয়েন্টে রয়েছে। তবে দুই দলেরই নেট রান রেট নেগেটিভে রয়েছে। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে সানরাইজার্স চারে রয়েছে। ওয়ার্নারের দল অবশ্য নেট রান রেটে (+০.৫৫৫) এগিয়ে রেখেছে।

রাজস্থানের বিরুদ্ধে কত রানে ম্যাচ জিতলে দিল্লি-ব্যাঙ্গালোরের থেকে নেট রান রেটে এগিয়ে যাবে কেকেআর

সেক্ষেত্রে রবিবারের ম্যাচ জিতে একধাক্কায় নেট রানরেট নিরিখে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ছাড়িয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স।

দিল্লি ও ব্যাঙ্গালোরের থেকে নেট রানরেট ভালো করতে কেকেআরকে কমপক্ষে ৮১ রানে রাজস্থানের বিরুদ্ধে আজকের ম্যাচ জিততে হবে। যার অর্থ দুবাইয়ে রাজস্থানকে এদিন ১১০ রানের নীচে বেঁধে রাখতে পারলে দিল্লি ও আরসিবির থেকে নেট রান রেটে এগিয়ে যাবে কলকাতা। অন্যদিকে কেকেআর ১৪ পয়েন্ট পৌঁছানোর পাশাপাশি সানরাইজার্সের সামনেও ১৪ পয়েন্টে পৌঁছানোর সুযোগ থাকছে। মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্স তাঁদের শেষ ম্যাচ খেলবে।

English summary
Ipl 2020: kkr need how much run win to cross rcb and dc in net run rate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X