আইপিএল ২০২০ : আরসিবি-র বিরুদ্ধে গত ম্যাচে হওয়া যে ভুলগুলি করতে চাইবে না কেকেআর
আইপিএল ২০২০-এর দ্বিতীয় সাক্ষাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টুর্নামেন্টের আগের সাক্ষাতে শাহরুখ খানের দলকে ৮২ রানে হারিয়েছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে বেশকিছু ভুলের খেসারত দিতে হয়েছিল দীনেশ কার্তিকদের। সেগুলি মাথায় রেখেই আজ মাঠে নামবে কেকেআর।

ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন নয়
শারজায় আইপিএল ২০২০-এর ২৮তম ম্যাচে আরসিবি-র মুখোমুখি হয়েছিল কেকেআর। এর আগের দুই ম্যাচে নাইট শিবিরের হয়ে ইনিংস শুরু করা ইনফর্ম রাহুল ত্রিপাঠীকে বিরাট কোহলিদের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাট করতে পাঠিয়েছিলেন দীনেশ কার্তিকরা। পরিবর্তে ওপেন করতে নামা ইংল্যান্ডের টম ব্যান্টন পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। ম্যাচও হেরেছিল কেকেআর।

ডেথ ওভারে বিশেষজ্ঞ বোলার
আরসিবি-র বিরুদ্ধে গত ম্যাচে আন্দ্রে রাসেলকে দিয়ে ডেথ ওভারে বল করানো হয়েছিল। ম্যাচে ১ উইকেট নিলেও ৪ ওভারে ৫১ রান দিয়েছিলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। আজকের ম্যাচে প্যাট কামিন্স না হলেও লকি ফার্গুসনকে ডেথ ওভারের জন্য জমিয়ে রাখা উচিত ইয়ন মর্গ্যানের।

এক এক জন বোলারের ওপর বিশেষ দায়িত্ব
আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে কেকেআরের বিরুদ্ধে ৩৩ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এবি ডিভিলিয়ার্স। অধিনায়ক বিরাট কোহলিকে আটকাতে গিয়ে আরসিবি-র অন্য ব্যাটসম্যানদের নিয়ে হয়তো আলাদা করে পরিকল্পনা করতে ভুলে গিয়েছিলেন দীনেশ কার্তিকরা। আজ অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের জন্য প্যাট কামিন্স, লকি ফার্গুসন, সুনীল নারিন এবং কুলদীপ যাদবদের আলাদা করে দায়িত্ব দিতে হবে কেকেআর শিবিরকে।

মিডল অর্ডারের সফলতা
আরসিবি-র বিরুদ্ধে গত ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছিল কেকেআরের ব্যাটিং বিভাগের মিডল অর্ডার। আজ জিততে হলে তা করলে চলবে না। দলের কোনও না কোনও ব্যাটসম্যানকে বড় ইনিংস খেলতেই হবে।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে
আইপিএল ২০২০ : মার্কিনি আলির পরিবর্তে কেকেআর শিবিরে কার আগমন, জেনে নিন